ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

প্যারিসে খাবার দিতে দেরি করায় ওয়েটারকে গুলি করে হত্যা

প্রকাশিত: ০০:৪৪, ১৮ আগস্ট ২০১৯

প্যারিসে খাবার দিতে দেরি করায় ওয়েটারকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক ॥ ফ্রান্সের একটি রেস্তোরাঁয় স্যান্ডুইচের অর্ডার দিয়েছিলেন এক ক্রেতা। ওয়েটার দিতে দেরি করায় ক্ষেপে গিয়ে তিনি গুলি করেন, ঘটনাস্থলেই ওয়েটারের মৃত্যু হয়। রাজধানী প্যারিসের পূর্বের নইসি-ল্য-গ্রান্ডে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ওয়েটারকে গুলি করার পর সন্দেহভাজন ওই ক্রেতা পালিয়ে যান। তার খোঁজে অভিযান চলছে বলে শনিবার সাংবাদিকদের জানান এক তদন্ত কর্মকর্তা। কাঁধে গুলি লাগা ২৮ বছরের ওই ওয়েটার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার সহকর্মীরা পুলিশকে খবর দেয়। এ ঘটনার পর হতভম্ব স্থানীয়রা ওই রেস্তোরাঁর সামনে ভিড় জমান। তাদের একজন বলেন, “তাকে একটি স্যান্ডুইচের জন্য হত্যা করা হলো? আমি বিশ্বাস করতে পারছি না।” আরেক নারী বলেন, “এটা সত্যিই দুঃখজনক। রেস্তোরাঁটির পরিবেশ খুবই শান্ত এবং এখানে কোনো ঝামেলা ছিল না। মাত্র কয়েক মাস আগে রেস্তোরাঁটি খোলা হয়।” তবে অন্য অনেকে বলেন, ওই এলাকায় মাদকচক্র বেশ সক্রিয় এবং সেখান প্রায়ই নানা অপরাধ ঘটে।
×