ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বৃষ্টি এলেই বাজে ছুটির ঘন্টা

প্রকাশিত: ০৬:০৩, ১৮ আগস্ট ২০১৯

বৃষ্টি এলেই বাজে ছুটির ঘন্টা

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা ॥ বরগুনার আমতলী পৌর শহরের ৩ নং ওয়ার্ডের খোন্তাকাটা এলাকার বেগম নুরজাহান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃষ্টি এলেই বাজে ছুটির ঘন্টা। বছরের পর বছর এ অবস্থায় বিদ্যালয়ে পাঠদান চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নিচ্ছে না এমনটাই জানালো প্রধান শিক্ষিকা নাসরিত সুলতানা। জানাগেছে, আমতলী পৌরসভার ৩ নং ওয়ার্ডের খোন্তাকাটা এলাকায় ২০০৮ সালে বেগম নুর জাহান সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়। ওই সময় থেকে স্থানীয় লোকজনের সহযোগীতায় একটি টিন শেটের ভবন তুলে চালিয়ে আসছে পাঠদান। ২০১৭ সালে বন্যায় স্কুল ভবনটি ভেঙ্গে যায়। ওই সময় আবার স্থানীয় লোকের সহযোগীয়তায় পুনরায় টিন শেটের ছাপড়া ঘর নির্মাণ করে। ওই ছাপড়া ঘরটি বর্তমানে জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে আছে। ওই ছাপড়া ঘরেই গত তিন বছর ধরে পাঠদান করাচ্ছেন। বৃষ্টি এলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বিদ্যালয় ভবন এবং টিনের চালা দিয়ে পানি পড়ে শ্রেনী কক্ষ তলিয়ে যায়। নিরুপায় হয়ে শিক্ষকদের বিদ্যালয় ছুটি দিতে হয়। এতে ব্যহত হচ্ছে বিদ্যালয়ের পাঠদান। এছাড়াও ওই বিদ্যালয়ে প্রবেশ করতে কোন রাস্তা নেই। বিদ্যালয় ঢুকতে কাঁদা ও হাঁটু সমান পানি ডিঙ্গিয়ে যেতে হয়। চারিপাশে পানিতে ভরপুর। বিদ্যালয়ের এ জীর্ণশীর্ণ ও দুরাবস্থার কথা আমতলী প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃপক্ষকে জানালেও তারা সংস্কারের কোন উদ্যোগ নিচ্ছেন না। রবিবার সরেজমিনে গিয়ে দেখাগেছে, বিদ্যালয়ে ভবনের ভিতরে পানিতে থই থই করছে। ভবনটির চারিপাশে পানি। চেয়ার টেবিলগুলো পানির মধ্যে দাড়ানো। শ্রেনী কক্ষে পাঠদানের কোন পরিবেশ নেই। আমতলী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান বলেন, বিদ্যালয় ভবন নির্মাণ একান্তই প্রয়োজন। তিনি আরো বলেন, ওই বিদ্যালয়ে পাঠদান উপযোগী করার লক্ষে বরাদ্দ চেয়ে অধিদপ্তরে পত্র পাঠিয়েছি। দ্রুত সময়ের মধ্যে বরাদ্দ পেলে সংস্কার করা হবে।
×