ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম কিনেছে ১১০ জন

প্রকাশিত: ০৭:৩৯, ১৮ আগস্ট ২০১৯

ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম কিনেছে ১১০ জন

স্টাফ রিপোর্টার ॥ ছাত্রদলের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম ক্রয় করেছে ১১০ জন। প্রতিটি ফরমের দাম ১০০ টাকা হওয়ায় ফরম বিতরণ করে ১১ হাজার টাকা আয় করেছে বিএনপি। বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে শনিবার দুপুর ১২ টা থেকে শুরু হয়ে রবিবার বেলা ২টা পর্যন্ত পদ প্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ করা হয়। ১৪ সেপ্টেম্বর কাউন্সিলের মাধ্যমে নির্বাচন করা হবে ছাত্রদলের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। রবিার শেষ দিন মনোনয়ন ফরম বিতরণকালে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তির দাবি জানিয়ে বলেন, তা নাহলে আন্দোলন করেই তাঁকে মুক্ত করা হবে। আন্দোলন করে স্বৈরাচার পতনের দৃষ্টান্ত ছাত্রদলের রয়েছে মন্তব্য করে তিনি বলেন, ১৪ সেপ্টেম্বর নতুন কমিটি গঠনের পর আবার আন্দোলনে নামবে ছাত্রদল। এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি রুহুল কবির রিজভী, ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, সাবেক সভাপতি আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, রাজিব আহসান, সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ।
×