ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিল্পকলায় কাল ‘তৃতীয় একজন’

প্রকাশিত: ০৮:১৬, ১৯ আগস্ট ২০১৯

 শিল্পকলায় কাল ‘তৃতীয় একজন’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে আগামীকাল মঙ্গলবার শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ১৯তম প্রযোজনা ‘তৃতীয় একজন’ নাটকের মঞ্চায়ন হবে। সমীর দাশগুপ্তের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন নাট্যজন অনন্ত হিরা। শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ‘তৃতীয় একজন’ নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেন অনন্ত হিরা এবং রওশন জান্নাত রুশনী। নাটকের জন্য আলোক পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান, মঞ্চ পরিকল্পনা করেছেন আলি আহম্মেদ মুকুল। আবহসঙ্গীত রামিজ রাজু, পোশাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ। ‘তৃতীয় একজন’ নাটকের গল্পে দেখা যায় স্বামী সামীর বিশ্ববিদ্যালয়ের ইংরেজী সাহিত্যের অধ্যাপক আর স্ত্রী তুলি শিক্ষিতা তথাপি শুধুই গৃহিণী। একাকী, নিঃসঙ্গ এক নারী। যে তুলি এক সময় তুখোড় নাচত, ডক্টরেট করে নিজের ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখত, মাল্টিন্যাশনাল কোম্পানিতে লোভনীয় চাকরি পেয়েও সামীরের আপত্তির কারণে চাকরি করা থেকে বিরত থেকেছে। সেই তুলি যখন স্বামীর সংসারে চার দেয়ালে বন্দী এক অস্তিত্বহীন সত্তা হয়ে কেবলই ডানা ঝাপটাতে থাকে তখন সামীর ব্যস্ত নিজের ক্যারিয়ার আর লেখক হিসেবে নিজের আকাশচুম্বী জনপ্রিয়তা গড়ে তোলার রেসে। মূলত, সামীরের ব্যস্ততা এবং তার স্ত্রীর নিঃসঙ্গ জীবনে তৃতীয় একজনের আগমন নিয়েই নাটকের গল্প। সেই তৃতীয় ব্যক্তির নাম বিবেক। বিবেক ও তুলি একসময় একসঙ্গে নাচ শিখত। ঘটনাচক্রে সামীরের সঙ্গে তুলির আবার দেখা হয়। তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হতে থাকে। কপর্যায়ে বিষয়টি সামীর জানতে পারে। শুরু হয় দ্বন্দ্ব-সংঘাত-কলহ। এমনি সঙ্কটের ভেতর নাটক এগিয়ে চলে পরিণতির দিকে।
×