ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রশংসিত অভিনেতা রাশেদ সীমান্ত

প্রকাশিত: ০৮:১৬, ১৯ আগস্ট ২০১৯

 প্রশংসিত অভিনেতা রাশেদ সীমান্ত

সংস্কৃতি ডেস্ক ॥ এই সময়ের অন্যতম আলোচিত অভিনেতা রাশেদ সীমান্ত। ব্যক্তিগত জীবনে তিনি বৈশাখী টিভির মার্কেটিং ইনচার্জ পদে কর্মরত। বেনু শর্মা রচিত ‘যেই লাউ সেই কদু’ নাটকের মাধ্যমে গত বছর মিডিয়ায় অভিষেক রাশেদ সীমান্তের। এ পর্যন্ত তার অভিনীত নাটকের সংখ্যা নয়টি। ঈদ-উল-আজহা উপলক্ষে বৈশাখী টিভিতে প্রচার হয় ‘মধ্য রাতের সেবা’ নামের একটি নাটক। এ নাটকের মাধ্যমে রাশেদ সীমান্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন। নাটকের দর্শকরা চোখের পানি ধরে রাখতে পারেননি। নাট্যপরিচালক হুমায়ুন সাধুসহ অসংখ্য দর্শক ১৮ আগস্ট নাটকের শেষ দৃশ্যের ফুটেজটি তাদের ফেসবুক এ্যাকাউন্টে ট্যাগ করেন। ব্যস্! এতেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসে। একদিনেই এর ভিউয়ার্স সংখ্যা লাখ লাখ ছাড়িয়ে গেছে। আর শেয়ারের সংখ্যা প্রায় ৩০ হাজার। দর্শকদের হাজার হাজার মন্তব্য সত্যিই হৃদয় ছোঁয়া। মিডিয়া ব্যক্তিত্ব বেনু শর্মার অসাধারণ চিত্রনাট্য এবং রাশেদ সীমান্তের নজরকাড়া অভিনয়ের প্রশংসা করছেন সবাই। জিয়াউর রহমান জিয়া পরিচালিত এ নাটকে রাশেদ সীমান্তের সহশিল্পী ছিলেন জনপ্রিয় অভিনেত্রী অর্ষা। ‘মধ্য রাতের সেবা’ ছাড়াও এবার ঈদে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে ‘জামাই বাজার’ ও ‘ভাবির দোকান-২’ নাটক দুটিও প্রশংসিত হয়।
×