ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্যাংক কমিশন গঠনে অর্থমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত

প্রকাশিত: ০৮:৫৫, ১৯ আগস্ট ২০১৯

 ব্যাংক কমিশন গঠনে অর্থমন্ত্রীর  সিদ্ধান্তকে স্বাগত

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যাংক কমিশন গঠনে অর্থমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে এই কমিশনে কোন প্রশাসনিক জটিলতা থাকলে ব্যাহত হবে কার্যক্রম। সেই সঙ্গে লোকবল হতে হবে যোগ্য ও দক্ষ। কমিশনের কর্মপরিধি নির্ধারিত করার ব্যাপারেও মত তাদের। বাজেট ঘোষণায় ব্যাংক কমিশন গঠন নিয়ে ধোঁয়াশা থাকলেও সরকারের অবস্থান স্পষ্ট করেছেন অর্থমন্ত্রী। জানিয়েছেন গঠন হচ্ছে কমিশন। ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতিতে ব্যাংক কমিশন গঠনের এমন সিদ্ধান্তকে যথাযথ বলেই মনে করেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। অর্থমন্ত্রী ব্যাংক কমিশনের কর্মপরিধি কি হবে তা নিশ্চিত করেননি। তাই কমিশনের কর্মপরিধি নির্ধারিত করার ওপর জোর দেন ড. আহসান এইচ মনসুর। কমিশনকে আমলামুক্ত ও ব্যাংকিং খাত সংশ্লিষ্টদের দিয়েই কার্যকর করারও পরার্মশ দেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর।
×