ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তৃতীয় প্রান্তিকে কমবে আন্তর্জাতিক বাণিজ্য

প্রকাশিত: ০৮:৫৫, ১৯ আগস্ট ২০১৯

 তৃতীয় প্রান্তিকে কমবে আন্তর্জাতিক বাণিজ্য

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৯ সালের তৃতীয় প্রান্তিকে কমতে পারে আন্তর্জাতিক পণ্য বাণিজ্য। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন- ডব্লিউটিও’র প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়। সংস্থাটি জানায়, চীন-যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের কারণে দ্বিতীয় প্রান্তিকেও আন্তর্জাতিক বাণিজ্য কমেছে। চলতি প্রান্তিকে এটি আরও প্রায় ৫ শতাংশ হ্রাসের আশঙ্কা রয়েছে। এর মধ্যে অটোমোবাইল, ইলেক্ট্রনিক্স ও কৃষি পণ্যের আমদানি-রফতানি কমবে সবচেয়ে বেশি হারে। কমবে পণ্য সংখ্যাও। এতে আন্তর্জাতিক সমুদ্রপথে কন্টেনারবাহী জাহাজ চলাচল কমতে পারে ১ শতাংশের বেশি। একই সঙ্গে আন্তর্জাতিক রুটে পণ্যবাহী বিমান চলাচল কমতে পারে প্রায় ১০ শতাংশ।
×