ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ম্যাপিং সেবা আনছে হুয়াওয়ে

প্রকাশিত: ০৮:৫৫, ১৯ আগস্ট ২০১৯

 ম্যাপিং সেবা আনছে  হুয়াওয়ে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গুগল ম্যাপস-এর সঙ্গে পাল্লা দিতে এবার নিজস্ব ম্যাপিং সেবা আনার পরিকল্পনা করছে হুয়াওয়ে। নতুন এই সেবার নাম বলা হচ্ছে ম্যাপ কিট। ডেভেলপারদেরকে রাস্তার ন্যাভিগেশন ব্যবস্থার পাশাপাশি গ্রাহককে রিয়েল-টাইম ট্রাফিক আপডেট দেখাবে ম্যাপ কিট। হুয়াওয়ের এক নির্বাহী কর্মকর্তার বরাত দিয়ে ভার্জের প্রতিবেদনে বলা হয়, অগমেন্টেড-রিয়ালিটি সমর্থন করবে এই ম্যাপিং ব্যবস্থা এবং এটি সরাসরি ভোক্তার ব্যবহারের জন্য আনা হবে না। রিয়েল-টাইম ট্রাফিক আপডেটের পাশাপাশি লেন পরিবর্তন শনাক্তকারী ফিচার থাকবে ম্যাপ কিটে। ৪০টি ভাষায় উন্মুক্ত করা হতে পারে এই ম্যাপিং সেবা।
×