ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চোট-শঙ্কায় ওসাকা

প্রকাশিত: ০৯:০৮, ১৯ আগস্ট ২০১৯

 চোট-শঙ্কায় ওসাকা

স্পোর্টস রিপোর্টার ॥ দোরগোড়ায় ইউএস ওপেন। তার আগেই ইনজুরির কবলে পড়লেন নাওমি ওসাকা। এর ফলে তার শিরোপা ধরে রাখাটাকে সংশয়ের চোখে দেখছেন টেনিসবোদ্ধাদের অনেকেই। এমনকি খোদ ওসাকাও টানা দুইবার মৌসুমের শেষ এই গ্র্যান্ডস্লাম জয়ের স্বপ্ন দেখছেন না। এ প্রসঙ্গে বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় বলেন, ‘গত মৌসুমে ইউএস ওপেনের চ্যাম্পিয়ন হয়েছিলাম। এ বছরও মৌসুমের শেষ এই গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে খেলার চেষ্টা করছি। যদিওবা শিরোপা ধরে রাখার কথা এখনও ভাবছি না। আপনাদের অনেকেই হয়তো জানেন, এখন আমি শুধু খেলার সুযোগটা চাই।’ সিনসিনাটি মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে আমেরিকার সোফিয়া কেনিনের মুখোমুখি হয়েছিলেন নাওমি ওসাকা। তবে প্রথম সেটেই হেরে বসেন তিনি। ৬-৪ গেমে। কিন্তু কেনিনের বিপক্ষে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান জাপানী তারকা। ৬-১ গেমে আমেরিকান তারকাকে উড়িয়ে দেন ওসাকা। কিন্তু তৃতীয় সেটে ২-০ ব্যবধানে পিছিয়ে যাওয়ার পরই ম্যাচ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন নাওমি ওসাকা। তবে কোন টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার কিংবা সরে দাঁড়ানোটা মোটেও পছন্দ নয় ওসাকার। যে কারণে সোফিয়া কেনিনের বিপক্ষে ম্যাচের তৃতীয় সেটটাও খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু ফিজিও’র কাছে পরামর্শ করে কোর্টে থাকাটাকে নিরাপদ বলে মনে করেননি ওসাকা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোর্ট থেকে সরে দাঁড়ানোটাকে আমি ঘৃণা করি। যে কারণেই ফিজিও’র কাছে জানতে চেয়েছিলাম আমার খেলাটা নিরাপদ কিনা। আমি মনে করি, দুর্দান্ত একটা ম্যাচ খেলছিলাম আমরা। কিন্তু আমি এটাকে নিরাপদ মনে করিনি, যে কারণেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেই।’ ইনজুরিতে ভুগছেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভাও। যে কারণে উইম্বলডনের পর আর কোন টুর্নামেন্টে অংশগ্রহণ করেননি তিনি। তবে সিনসিনাটি মাস্টার্সে খেললেও প্রথম রাউন্ড থেকেই ছিটকে যান বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বরে থাকা এই খেলোয়াড় গ্রিসের তরুণ প্রতিভাবান খেলোয়াড় মারিয়া সাক্কারির কাছে হেরে। যে কারণে ইউএস ওপেনে কতটুকু এগোতে পারবেন চেক তারকা ভক্ত-অনুরাগীদের অপেক্ষা এখন সেটাই দেখার।
×