ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফুটবলার সাবিনা এখন ‘সূচনা’ এ্যাম্বাসেডর

প্রকাশিত: ০৯:১২, ১৯ আগস্ট ২০১৯

 ফুটবলার সাবিনা এখন ‘সূচনা’ এ্যাম্বাসেডর

স্পোর্টস রিপোর্টার ॥ মতিঝিল বাফুফে ভবনের কনফারেন্স রুমে ‘সূচনা’র এ্যাম্বাসেডর হিসেবে জাতীয় মহিলা ফুটবলার সাবিনা খাতুনের সঙ্গে এক বছরের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় গতকাল রবিবার। সিলেট ও মৌলভী বাজারের শিশুদের অপুষ্টি দূরীকরণ খর্বাকৃতির হার কমানোর উদ্দেশ্যে গৃহীত কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে সূচনা প্রোগ্রামের মাধ্যমে। ইয়ুথ এ্যাম্বাসেডর হিসেবে সাবিনা খাতুনের উপস্থিতির মাধ্যমে উদ্দিষ্ট জনগোষ্ঠীকে ব্যাপকভাবে উদ্বুদ্ধকরণ ও নানা কর্মসূচীতে অংশগ্রহণ করে সংশ্লিষ্ট নীতি নির্ধারক ও বাস্তবায়নকারীদের আরও উদ্বুদ্ধ করবে বলে মনে করা হচ্ছে। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সূচনা’র চীফ অব পার্টি ড. শেখ শাহেদ রহমান, প্রোগ্রাম ডিরেক্টর আরিফ আহমেদ, সিনিয়র ম্যানেজার শেখ আলী হায়দার আজম। উপস্থিত ছিলেন বাফুফে সদস্য ও ফিফা কাউন্সিল মেম্বর মাহফুজা আক্তার কিরণ, বাফুফের সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ এবং নারী তারকা ফুটবলার সাবিনা খাতুন।
×