ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আজ ভারত যাচ্ছে কিশোর ফুটবলাররা

প্রকাশিত: ০৯:১৩, ১৯ আগস্ট ২০১৯

আজ ভারত যাচ্ছে কিশোর ফুটবলাররা

স্পোর্টস রিপোর্টার ॥ শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে আজ ভারত যাচ্ছে বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় ফুটবল দল। সাফ অনুর্ধ-১৫ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দেশ ছেড়েছে কিশোররা। যাওয়ার আগে শ্রেষ্ঠত্ব ধরে রাখার সঙ্কল্পের কথা জানিয়েছেন দলটির কোচ ও খেলোয়াড়রা। ২১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের কলকাতায় কল্যাণীতে হবে এবারের সাফ অনুর্ধ-১৫ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্ট উপলক্ষে রবিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনুর্ধ-১৫ ফুটবল দলের ডেপুটি টিম লিডার অমিত খান শুভ্র, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, টিম ম্যানেজার মোঃ মহসিন, প্রধান কোচ রবার্ট মার্টিন, সহকারী কোচ জাহান ই আলম নূরী, খেলোয়াড় মোঃ রাকিবুল ইসলাম ও মিডিয়া অফিসার খালিদ মাহমুদ। ২৩ আগস্ট শুক্রবার ভুটানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। পাঁচ দেশ প্রতিদ্বন্দ্বিতা করায় এবার বদলে গেছে ফরমেট। গতবারের রানার্সআপ পাকিস্তান খেলছে না। যে কারণে খেলা হবে রবিন লীগ ভিত্তিতে। সবার সঙ্গে সবাই খেলার পর সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল খেলবে ফাইনালে। আগের পাঁচ আসরে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ২০১৫ সালে সিলেটে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলার কিশোররা। আর গত বছর নেপালে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করে লাল-সবুজের দেশ। চলতি বছরের শুরুতে ঢাকার বাড্ডার বেরাইদে ফর্টিজ গ্রুপের মাঠে যে একাডেমি চালু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), সেখান থেকেই গঠন করা হয়েছে সাফের দল। এই প্রথম বয়সভিত্তিক এই টুর্নামেন্টে নিজস্ব খেলোয়াড় নিয়ে দল গড়ে অংশ নিচ্ছে বাফুফে।
×