ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চিনিযুক্ত পানীয়তে ক্যান্সার হতে পারে

প্রকাশিত: ১০:৩৯, ১৯ আগস্ট ২০১৯

চিনিযুক্ত পানীয়তে ক্যান্সার হতে পারে

ফরাসী বিজ্ঞানীরা বলছেন, ফলের রস ও বিভিন্ন কোমল পানীয়ের মতো চিনিযুক্ত পানীয় খেলে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যেতে পারে। যেসব পানীয়তে ৫% এর বেশি চিনি আছে গবেষকরা সেগুলোকে চিনিযুক্ত পানীয় বলে বিবেচনা করেন। পাঁচ বছর ধরে এক লাখেরও বেশি মানুষের ওপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা এই ধারণা পেয়েছেন। তবে গবেষণায় এরকম কোন সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি, যার ভিত্তিতে এটাকে চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচনা করা যেতে পারে। এ কারণে বিশেষজ্ঞরা আরও গবেষণার ওপর জোর দিয়েছেন। -বিবিসি
×