ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাতক্ষীরায় আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ

প্রকাশিত: ১০:৪০, ১৯ আগস্ট ২০১৯

সাতক্ষীরায় আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। প্রায় দু’ঘণ্টাব্যাপী চলমান এ সংঘর্ষ পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার দুপুর ২টার দিকে শ্যামনগর উপজেলার বংশীপুর বাসস্ট্যান্ডে ঈশ্বরীপর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শোকর আলী এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য আওয়ামী লীগে যোগদানকারী নেতা সাদেকুর রহমান সাদেমের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পেয়ারা পাড়তে গিয়ে লগিতে বাঁধা ছুরি ঢুকে ছাত্রীর মৃত্যু ॥ সাতক্ষীরায় গাছ থেকে পেয়ারা পাড়তে গিয়ে লগিতে বাঁধা ছুরিতে গলাকেটে ৭ম শ্রেণীর ছাত্রী তাজলিমা খাতুনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ভবানিপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তাজলিমা খাতুন ভবানিপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে ও ভবানিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। নিহতের স্বজনরা জানান, তাজলিমা খাতুন বাড়ির উঠানে লগায় ছুরি বেঁধে গাছে পেয়ারা পাড়তে ওঠে। এ সময় হঠাৎ লগি তার হাত থেকে পড়ে যায়। লগিতে বাঁধা ছুরি তাজলিমা খাতুনের গলায় এসে বাধলে সে গলা কেটে মারা যায়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান তাজলিমা খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
×