ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৯৯৯ ফোন করে নিরাপদে ২শ’ যাত্রী

প্রকাশিত: ১২:১০, ১৯ আগস্ট ২০১৯

৯৯৯ ফোন  করে নিরাপদে  ২শ’ যাত্রী

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলার পদ্মা নদীতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে একটি ডাম্প ফেরির ধাক্কায় আশিক এন্টারপ্রাইজ নামের লঞ্চ চরে গিয়ে ছিটকে পড়েছে। এ সময় পদ্মার চরে আটকা পড়া এক যাত্রী ৯৯৯ ফোন করলে লঞ্চের ২০০ যাত্রীকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টে এই ঘটনা ঘটে। মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, লঞ্চের একজন যাত্রী ৯৯৯ ফোন করে। এরপর মাওয়া নৌ-পুলিশকে জানালে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়। লঞ্চটির সামনের উপরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। শিমুলিয়া ঘাট থেকে আরেকটি লঞ্চ গিয়ে যাত্রীদের উদ্ধার করে। লঞ্চটি বর্তমানে শিমুলিয়া ঘাটে রয়েছে বলে জানান তিনি।
×