ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

লৌহজং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ডেঙ্গু রোগের পরীক্ষায় অনীহা

প্রকাশিত: ১২:২৪, ১৯ আগস্ট ২০১৯

লৌহজং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ডেঙ্গু রোগের পরীক্ষায়  অনীহা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) ইনচার্জ অসিম কুমার দাসের অনীহার কারণে এক দম্পতিসহ ডেঙ্গু রোগের পরীক্ষা করাতে পারেনি ১০/১২জনের। ১২ টার পর এ স্বাস্থ্য কেন্দ্রে কোন পরীক্ষা করা হয় না জানিয়ে তিনি ডেঙ্গু রোগীসহ অন্যান্য রোগীকে ফিরিয়ে দেন। রবিবার বেলা ১২ টা ৩০ মিনিট লৌহজং সদর হাসপাতালে ল্যাবের সামনে ডেঙ্গু জ¦রের রক্ত পরীক্ষাসহ অন্যান্য রোগের পরীক্ষার জন্য ১০ থেকে ১২ রোগীর লাইন ছিল। এ সময় মেডিক্যাল টেকনোলজিস্টের (ল্যাবের) দায়িত্বে থাকা অসিম কুমার দাস রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং রোগীদের চলে যেতে বলেন। কারণ, এ সরকারী হাসপাতালে ১২ টার পর আর কোন পরীক্ষা-নিরীক্ষা করা হয় না। তার দাবি, বাংলাদেশের সব হাসপাতালে এই নিয়ম থাকলেও লৌহজং হাসপাতালের বেলায় তার ভিন্ন নিয়ম। রক্ত পরীক্ষা করতে আসা এক রোগী বলেন, সময় হয়ে গেলে আপনি গেট বন্ধ করে দেন। এ সময় প্রতিউত্তরে অসিম দাস জানায়, আমার আলাদা কোন পিয়ন নেই। তার চেয়ে আপনারা আগামীকাল আসেন অথবা জরুরী হলে বাইরে থেকে পরীক্ষা করে নেন।
×