ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতের জয়পুর গেল বাংলাদেশ জাতীয় যুব নারী হ্যান্ডবল দল

প্রকাশিত: ০৭:৩২, ১৯ আগস্ট ২০১৯

ভারতের জয়পুর গেল বাংলাদেশ জাতীয় যুব নারী হ্যান্ডবল দল

স্পোর্টস রিপোর্টার ॥ ২১-৩০ আগস্ট পর্যন্ত ভারতের জয়পুরে অনুষ্ঠেয় ‘এশিয়ান ওমেন্স ইয়ুথ চ্যাম্পিয়নশিপ’-এ অংশ নেবে বাংলাদেশ। এই আসরটি এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ইন্ডিয়ান হ্যান্ডবল ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে সোমবার সন্ধ্যায় বিমানযোগে ভারতের উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ দল। তার আগে বাংলাদেশ দল বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজার সঙ্গে সৌজন্য সাাক্ষাত করে এবং ফটোসেশনে অংশ নেয়। এই আসরে দুটি গ্রুপে অংশ নেবে ১০টি দেশ। বাংলাদেশ (অ-১৭) পড়েছে খুবই কঠিন এবং ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের সঙ্গে আছে বর্তমান চ্যাম্পিয়ন (তারা আগের সাতটি আসরেই চ্যাম্পিয়ন) দক্ষিণ কোরিয়া, বর্তমান রানার্সআপ জাপান, উজবেকিস্তান এবং চাইনিজ তাইপে। ‘বি’ গ্রুপে আছে স্বাগতিক ভারত, গত আসরের তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী চীন এবং কাজাখস্তান এবং মঙ্গোলিয়া। বাংলাদেশের গ্রুপ ম্যাচগুলো হচ্ছে ২১, ২৩, ২৫ ও আগস্ট যথাক্রমে দক্ষিণ কোরিয়া, জাপান, চাইনিজ তাইপে এবং উজবেকিস্তানের বিরুদ্ধে। এই আসরের সেরা দুটি দল ২০২০ সালে ফ্রান্সে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ওমেন ইয়ুথ চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পাবে। দলটিকে মাসখানেক ধরে অনুশীলন করাচ্ছেন কোচ তৌহিদুর রহমান সোহেল। এর আগে দুটি আন্তর্জাতিক আসরে জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন। এগুলো হলো ২০১৮ সালে পাকিস্তানে অনুষ্ঠেয় আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফি (তৃতীয় হয়েছিল বাংলাদেশ পুরুষ দল) এবং ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত একই আসর (এতে বাংলাদেশ মহিলা দল রানার্সআপ হয়েছিল)। ২০০০-২০১৬ পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন তৌহিদুর রহমান। বর্তমানে তিনি বাংলাদেশ আনসার ও ভিডিপি পুরুষ এবং নারী হ্যান্ডবল দলের কোচও বটে। তৌহিদুর বলেন, ‘আশা করি ভারতের জয়পুরে আমাদের মেয়েরা একেবারে খারাপ করবে না। যদিও আমরা পড়েছি খুবই শক্ত গ্রুপে। প্রতিটি দলই দারুণ শক্তিশালী এবং অভিজ্ঞতাসম্পন্ন। আমাদের দলটি গঠিত হয়েছে অভিজ্ঞ ও নবীন খেলোয়াড়দের সমন্বয়ে। আমরা এই আসরে অন্তত একটি ম্যাচ জিততে চাই। হারাতে চাই উজবেকিস্তানকে।’ তৌহিদুর আরও যোগ করেন, ‘আমাদের দলের প্রতিটি পজিশনেই খেলোয়াড়রা মোটামুটি দক্ষ। এরা যে যার পজিশনে দেশের সেরা খেলোয়াড়। আগামী ডিসেম্বরে নেপালে অনুষ্ঠেয় এসএ গেমসে যে জাতীয় নারী হ্যান্ডবল দলটি অংশ নেবে, আশা করছি এই যুব দল থেকেই ৬-৭ জন বা এর বেশি খেলোয়াড় সিনিয়র দলে সুযোগ পাবে। ওই দলে থাকার মতো পারফরম্যান্স তাদের আছে।’ বাংলাদেশ যুব নারী হ্যান্ডবল দল ॥ খেলোয়াড় : সুমাইয়া বানু, আসিয়া আক্তার, পান্না আক্তার বর্ষা, বেবি আক্তার, শারমিন আক্তার রূপা, খাদিজা খাতুন (সহ-অধিনায়ক), সুবর্ণা আক্তার স্বর্ণা, নাজনীন নাহার, মিষ্টি খাতুন, ফৌজিয়া রহমান তরু, সানজিদা আক্তার ঊর্মি, স্মৃতি আক্তার, আল্পনা আক্তার (অধিনায়ক), ইসরাত জাহান ইভা; কোচ : তৌহিদুর রহমান, ম্যানেজার : নুরুল হক বিশ্বাস, টিম লিডার : সৈয়দা তাসলিমা আক্তার, অফিসিয়াল : নুরুল ইসলাম, পর্যবেক্ষক : তাসনিম মাহমুদ।
×