ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিআরইউর দৌড় প্রতিযোগিতায় জনকন্ঠের রুমেল তৃতীয়

প্রকাশিত: ০৮:৩৫, ১৯ আগস্ট ২০১৯

ডিআরইউর দৌড় প্রতিযোগিতায় জনকন্ঠের রুমেল তৃতীয়

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ডিআরইউ ক্রীড়া উৎসবের ১০০ মিটার স্প্রিন্টে দৈনিক জনকন্ঠের স্পোর্টস রিপোর্টার রুমেল খান তৃতীয় হয়েছেন। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পুরুষ ও নারী সদস্যদের ১০০ স্প্রিন্ট অনুষ্ঠিত হয়। পুরুষদের ১০০ মিটারে বাংলাদেশের খবরের মাহমুদুন্নবী চঞ্চল ১৬.৩৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম, চ্যানেল আই’র তরিকুল ইসলাম মাসুম ১৭.১১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় এবং রুমেল ১৭.৪৮ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন। নারীদের ১০০ মিটারে ২১.৫৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন অবজারভারের বনানী মল্লিক। এই ইভেন্টে নাগরিক টিভির শাহনাজ শারমিন দ্বিতীয় এবং সমকালের সাজিদা ইসলাম পারুল তৃতীয় হন। ২০১২ সাল থেকে ডিআরইউ ক্রীড়ায় অংশ নিয়ে সার্বিকভাবে এটা রুমেলের দশম এবং দৌড়ে তৃতীয় পদক। দৌড় প্রতিযোগিতায় এর আগে তিনি ২০১৪ সালে রানারআপ এবং ২০১৬ সালে তৃতীয় হয়েছিলেন। ২০০৯ সালের সেপ্টেম্বরে জনকণ্ঠে যোগ দেয়া রুমেলের আগের ডিআরইউ সাতটি পদক হচ্ছে : ২০১২ সালে ক্রিকেটে জনকণ্ঠের হয়ে ম্যান অব দ্য ম্যাচ, ২০১৩ সালে ক্রিকেটে জনকণ্ঠের হয়ে ম্যান অব দ্য ম্যাচ, ২০১৪ সালে টেবিল টেনিসে তৃতীয় স্থান, ২০১৬ সালে টেবিল টেনিসে চ্যাম্পিয়ন, ২০১৭ সালে টেবিল টেনিসে রানারআপ, ২০১৭ সালে গোলক নিক্ষেপে রানারআপ এবং ২০১৯ সালে টেবিল টেনিসে চ্যাম্পিয়ন। সোমবার ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে প্রতিযোগিতায় অতিথি হিসেবে ওয়ালটনের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন, ডিআরইউ সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম, আপ্যায়ণ সম্পাদক এইচএম আকতার ও কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
×