ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোচ মামুন হকি ক্যাম্প নিয়ে আশাবাদী

প্রকাশিত: ০৯:২৩, ১৯ আগস্ট ২০১৯

কোচ মামুন হকি ক্যাম্প নিয়ে আশাবাদী

স্পোর্টস রিপোর্টার ॥ ২০২০ সালের এপ্রিলে ঢাকায় অনুষ্ঠিত হবে জুনিয়র এশিয়া কাপ হকি। টুর্নামেন্টে ভাল ফল লাভ করার জন্য জোর প্রস্তুত নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। সারা দেশ থেকে বাছাই করা ৩৫ খেলোয়াড়ের সঙ্গে জাতীয় দল ও প্রিমিয়ার হকি লিগে খেলা ২৫ জনসহ মোট ৬০ খেলোয়াড়কে নিয়ে রবিবার থেকে শুরু হয়েছে জাতীয় অনুর্ধ-২১ দলের দ্বিতীয় পর্বের ট্রায়াল ক্যাম্প। দশদিন পর আরো ছোট করা হবে দল। তাদের নিয়ে এপ্রিল পর্যন্ত চলবে প্রস্তুতি। হকি ফেডারেশনের এমন উদ্দ্যেগে ভবিষ্যতে জাতীয় দলের ভালো একটি পাইপলাইন পাওয়া যাবে বলে আশা করছেন দলের কোচ মামুন-উর -রশিদ। তিনি বলেন, ‘এখান থেকে বাছাই করা ৪০ জনকে নিয়ে আগামী বছর এপ্রিল পর্যন্ত চলবে ক্যাম্প। সেখান থেকেই বাছাই করা হবে জুনিয়র এশিয়া কাপের মূল দল।’ সবসময় বিকেএসপির উপরই বেশি নির্ভর করতে হলেও এবার বাইরের খেলোয়াড়ই বেশি ডাক পেয়েছে ক্যাম্পে। যেটিকে ইতিবাচক হিসেবে দেখছেন হকি সংশ্লিষ্টরা। ৩৫ জনের মধ্যে বিকেএসপির ১৫, বিমান বাহিনীর ৮, ঢাকার ৪ এবং একজন করে রয়েছে সেনাবাহিনী, চাঁদপুর, রাঙামাটি, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী ও সিরাজগঞ্জ থেকে। আর বাকি ২৫ জন জাতীয় দল ও প্রিমিয়ার লিগের খেলোয়াড়। নতুন এই খেলোয়াড়রা দলের সঙ্গে যোগ হওয়া হকির উন্নয়ন তরান্বিত করবে বলে মনে করছেন জাতীয় দল ও প্রিমিয়ার লিগে খেলে আশা খেলোয়াড়রা। আর কোচ মামুন মনে করেন ভবিষ্যতে জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করবে এই দীর্ঘমেয়াদী ক্যাম্প। দশদিন পর বাছাই করা ৪০ জনকে নিয়ে শুরু হবে দীর্ঘ মেয়াদী ক্যাম্প। তাদের নিয়ে ভারতে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনাও আছে ফেডারেশনের। সবমিলিয়ে অ-১৮ ও ২১ দুটি দলই বিদ্যমান এই ৬০ জনের ক্যাম্পে।
×