ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মিউজিক্যাল রোড!

প্রকাশিত: ১০:০৫, ২০ আগস্ট ২০১৯

 মিউজিক্যাল রোড!

গাড়ি চালকদের একঘেয়েমি কাটাতে জাপানে তৈরি হয়েছে ‘মিউজিক্যাল রোড’। পুরো দেশে ৩০টিরও বেশি এ ধরনের সড়ক রয়েছে। শিজুয়ো শিনোদা নামে এক স্থপতি এর স্রষ্টা। তার পরিকল্পনাকে কাজে লাগিয়েই দেশের বিভিন্ন প্রান্তে মিউজিক্যাল রোড তৈরি করেছে জাপান। রাস্তাতেই শব্দের এক ধরনের প্রযুক্তি ব্যবহার করেছেন ইঞ্জিনিয়াররা। কোথাও স্বল্প ফাঁক, কোথাও আবার বেশি ফাঁক দিয়ে রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গানের স্বরলিপির চ্যানেল তৈরি করেছেন তারা। গাড়ি যখন ওই চ্যানেলগুলোর ওপর দিয়ে যায়, তখন একটা কম্পন তৈরি হয়। আর সেই কম্পনেই সৃষ্টি হয় সুরের। চ্যানেলগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে, সেগুলো কখনও জাপানের লোকগাথা, কখনও জনপ্রিয় গানের সুর সৃষ্টি করে। রাস্তার যেখানে স্বল্প ফাঁকের চ্যানেল রয়েছে সেখানে দ্রুতলয়ের সুর সৃষ্টি হয়। আবার যেখানে বেশি ফাঁকের চ্যানেল রয়েছে সেখানে ধীরলয়ের সুর সৃষ্টি হয়। এই রাস্তাগুলো রয়েছে হোক্কাইডো, হিরোশিমা, কিমিনো, মাউন্ট ফুজি ও গুনমাতে। কিমিনো শহরের মিউজিক্যাল রোড দিয়ে গাড়ি চালালে জাপানের জনপ্রিয় লোকগাথা ‘নিয়াগেত গোরান ইয়োর’ বাজতে থাকে। আবার গুনমা শহরের মিউজিক্যাল রোডে শোনা যায় ‘মেমরিজ অব সামার’ গানটি। -গার্ডিয়ান
×