ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সেলফি তোলার বিপদ

প্রকাশিত: ১০:২৭, ২০ আগস্ট ২০১৯

 সেলফি তোলার বিপদ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ারে রাস্তার ধারে একটি চিতাবাঘ পড়ে থাকতে দেখে অনেকেই ছবি তোলার চেষ্টা করেছেন। ছবি তোলার জন্য কাছে গিয়ে মোবাইল নিয়ে চিতাবাঘের কাছে যেতেই সেটি তেড়ে যায় মানুষের দিকে। কামড়েও দেয় অনেককে। আহত হয়ে হাসপাতালে ভর্তি হন লোকজন। সোমবার সকালে আলিপুরদুয়ারের ফালাকাটার বীরপাড়ায় জাতীয় সড়কের কাছে শালধুয়া এলাকার রাস্তা পার হচ্ছিল চিতাবাঘটি। সেই সময় একটি ট্রাক ধাক্কা দিলে জখম হয় চিতাবাঘটি। এর পরই আহত অবস্থায় রাস্তার পাশে পড়েছিল। বন দফতর সূত্রে খবর, সোমবার সকালে আলিপুরদুয়ারের ফালাকাটার বীরপাড়া শালধুয়া এলাকায় রাস্তার পাশে চিতাবাঘটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ছবি তুলতে গেলে আহত অবস্থাতেই এক ব্যক্তিকে তাড়া করে চিতাবাঘটি। খবর পেয়ে বন দফতরের কর্মীরা চিতাবাঘটিকে উদ্ধার করেন। আহত চিতাবাঘটি পূর্ণবয়স্ক ও স্ত্রী। ইতোমধ্যেই জলদাপাড়ার দক্ষিণ খয়েরবাড়ি চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্রে তার চিকিৎসা শুরু হয়েছে। তবে এখনও ঘাতক লরির কোন সন্ধান পাননি বন কর্মকর্তারা। -এনডিটিভি
×