ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিষেধাজ্ঞার কারণে কোচ লিওনেল স্কালোনির দলে ডাক পাননি মেসি, বাদ পড়েছেন এ্যাগুয়েরো ও ডি মারিয়া

তারুণ্যনির্ভর দল আর্জেন্টিনার

প্রকাশিত: ১১:০১, ২০ আগস্ট ২০১৯

 তারুণ্যনির্ভর দল আর্জেন্টিনার

স্পোর্টস রিপোর্টার ॥ বুড়োদের দিয়ে কিছুতেই সাফল্য পাচ্ছে না আর্জেন্টিনা। একের পর ব্যর্থতায় মুখ থুবড়ে পড়েছে দেশটির ফুটবল। গত বছর রাশিয়া বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর গত জুনে কোপা আমেরিকাতেও সাফল্য আসেনি। যে কারণে বয়সের ভারে ন্যুয়েপড়া ফুটবলারদের বাদ দিয়ে দল গড়ার চেষ্টা করছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। যার নমুনা পাওয়া গেল দুটি প্রীতি ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক দলে। আগামী ৫ ও ১০ সেপ্টেম্বর যথাক্রমে চিলি ও মেক্সিকোর বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তারপর শুরু করবে বিশ্বকাপ বাছাই। এ জন্য সোমবার দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ। কিন্তু স্কালোনি প্রাথমিক দলেই রাখেননি লিওনেল মেসি, এ্যাঞ্জেল ডি মারিয়া ও সার্জিও এ্যাগুয়েরোর মতো তারকাকে। তাদের বাদ দিয়ে তরুণদের প্রাধান্য দিয়েছেন আর্জেন্টাইন বস। অবশ্য মেসিকে বাদ দেয়ার সবচেয়ে বড় কারণ হলো তার ওপর নিষেধাজ্ঞা। কোপা আমেরিকায় রেফারিং নিয়ে বাজে মন্তব্য করায় তার ওপর তিন ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করে দক্ষিণ আমেরিকা ফুটবল ফেডারেশন (কনমেবল)। যে কারণে মেসিকে দলে রাখার সুযোগ নেই। মেসি, ডি মারিয়া ও এ্যাগুয়েরো এই তিন গুরুত্বপূর্ণ ফুটবলার নেই। তাহলে আর্জেন্টিনার আক্রমণভাগের কি অবস্থা হবে? এমন প্রশ্ন ঘুরাপাক খাচ্ছে এখন। কোচ স্কালোনি অবশ্য এ্যাডলফো গাইচ ও পাওলো দিবালাকে দিয়ে ঘাটতি পূরণের স্বপ্ন দেখছেন। আর্জেন্টিনা দল ॥ গোলরক্ষক- এস্টেবান আনড্রাডা, ফ্রাঙ্কো আরমানি, অগাস্টিন মারচেসিন, রক্ষণভাগ- নিকোলাস ওটামেন্ডি, জার্মান পেজ্জালা, মার্কোস রোজো, নিকোলাস টালিয়াফিকো, লিওনার্ডো বালের্ডি, লুকাস মার্টিনেজ কুয়ার্টা, গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস ফিগাল, মিডফিল্ডার-মার্কোস আকুনিয়া, গিডো রড্রিগুয়েজ, লিয়ান্ড্রোা পারেডেস, জিওভান্নি লে চেলসো, নিকোলাস ডমিগুয়েজ, রড্রিগো দ্য পল, ইজিকুয়েল প্যালাসিওস, মাটিয়াস জারাচো, রবার্টো পেরেইরা, লুকাস ওকাম্পোস, ম্যানুয়েল ল্যানজিনি, এ্যালেক্সি ম্যাক এ্যালিস্টার, ফরোয়ার্ড- পাওলো দিবালা, লওটারো মার্টিনেজ, এ্যাডলফো গাইচ।
×