ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এক বছর নিষিদ্ধ শেহজাদ

প্রকাশিত: ১১:০২, ২০ আগস্ট ২০১৯

  এক বছর নিষিদ্ধ শেহজাদ

স্পোর্টস রিপোর্টার ॥ বোর্ডের নীতিমালা ভঙ্গের মাশুল দিলেন মোহাম্মদ শেহজদা। সব ধরনের ক্রিকেট থেকে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছ আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বোর্ডের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শেহজাদের উপর এর আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল সংস্থাটি। এবার সেই নিষেধাজ্ঞারই মেয়াদ নির্ধারণ করে দিল বোর্ড। পাশাপাশি তার কেন্দ্রীয় চুক্তিও স্থগিত করেছে এসিবি। শেহজাদের বিরুদ্ধে অভিযোগ, বোর্ডকে না জানিয়ে একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন তিনি। নিয়মরক্ষা কমিটির সঙ্গে গত মাসের ২০ ও ২৫ তারিখে দেখা করারও কথা ছিল তার। কিন্তু দুই সভাতেও উপস্থিত হননি তিনি। যে কারণেই শেহজাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। জানা যায়, বোর্ডের অনুমতি ছাড়াই সম্প্রতি পাকিস্তানের পেশোয়ার সফর করেন শেহজাদ। সেখানে ক্রিকেট অনুশীলন করতেও দেখা যায় তাকে। তাতেই ক্ষেপে যায় বোর্ড। এসিবির বিবৃতিতে বলা হয়, দেশের মধ্যেই এসিবির যথেষ্ট পরিমাণ অনুশীলনের সুযোগ আছে। এই কাজের জন্য আফগানিস্তানের বাইরের দেশে যাওয়ার দরকার নাই। সম্প্রতি শেষ হওয়া ইংল্যান্ড বিশ্বকাপের মাঝপথে হাঁটুর ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েন শেহজাদ। তবে সেই সময়ে শেহজাদ সেই দাবি প্রত্যাখ্যান করেন। তিনি বলেছিলেন, শারীরিকভাবে ফিট থাকার পরও বোর্ড জোর করে অবৈধভাবে দেশে ফেরত পাঠায়। শেহজাদ তার প্রথম জীবন কাটান পেশোয়ারের শরণার্থী ক্যাম্পে। তার পিতৃপুরুষ আফগানিস্তানের নানগরহরের বাসিন্দা।
×