ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এ্যাটলেটিকোর শুরু জয় দিয়ে

প্রকাশিত: ১১:০২, ২০ আগস্ট ২০১৯

 এ্যাটলেটিকোর শুরু  জয় দিয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ জয় দিয়ে স্প্যানিশ লা লিগায় মিশন শুরু করেছে এ্যাটলেটিকো মাদ্রিদ। রবিবার রাতে ২০১৯-২০ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে গেটাফেকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক এ্যাটলেটকো। দলের পক্ষে জয়সূচক গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাটা। ঘটনাবহুল ম্যাচের ২৩ মিনিটে মোরাটার গোলে এগিয়ে যায় এ্যাটলেটিকো। শেষ পর্যন্ত এই লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে দিয়াগো সিমিওনের দল। ম্যাচের ৩৮ মিনিটে মলিনা লালকার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় গেটাফে। চার মিনিট পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে লডি ডোস সান্টোস মাঠ ছাড়লে এ্যাটলেটিকোও দশজনের দলে পরিণত হয়। দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল ও এ্যাটলেটিকো নিজেদের প্রথম ম্যাচে জিতলেও এ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ১-০ গোলের হার দিয়ে মৌসুম শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা। এদিকে সেল্টা ভিগোকে হারানোর পর গ্যারেথ বেলের প্রশংসা করেছেন রিয়াল কোচ জিনেদিন জিদান। তিনি বলেন, বেল কোথাও যাচ্ছে না। সে রিয়ালেই থেকে যাচ্ছে। আমাদের দলে যারা আছে তারা সবাই মিলে ইতিবাচক ভাবতে সাহায্য করছে। আমাদের এই মৌসুমে ফোকাস করতে হবে। তার বেশি কিছু নয়। শুধু বেল নয়, ধারে বেয়ার্ন মিউনিখে কাটিয়ে আসা জেমস রড্রিগুয়েজেকও বার্নাব্যুতে রেখে দিচ্ছে রিয়াল। এ প্রসঙ্গে জিদান বলেন, বেল-রড্রিগুয়েজ সবাই আমাদের দলের জার্সির জন্য লড়াই করবে। আশা করছি আমরা ভাল একটা মৌসুম কাটাতে পারব।
×