ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিলিওনিয়ার ইভান স্পিগেল

প্রকাশিত: ১১:৩৪, ২০ আগস্ট ২০১৯

বিলিওনিয়ার ইভান স্পিগেল

ধনতান্ত্রিক সমাজে বিলিওনিয়ার শব্দটির রয়েছে আশ্চর্য এক মোহা বিলিওনিয়াররা সবসময়েই থাকেন আকর্ষণের কেন্দ্রে। আর তরুণ বিলিওনিয়ারদের ঘিরে সে আগ্রহটা সব সময়ই একটু বেশী। সারা বিশ্বে হাতেগোনা তরুণ বিলিওনিয়ারদের মাঝে আবার দুটি ভাগ দেখা যায়। কেউ উত্তরাধিকার সুত্রে আবার কেউ নিজ মেধা। যোগ্যতায় তারুণ্যেই পরিণত হয়েছেন বিলিওনিয়ারে। ইভান সমাস স্পিগেল দ্বিতীয় দলে। নিজ মেধা, যোগ্যতায় বিশ্বের মোটার মাঝামাঝিতে উঠে এসেছেন বিলিওরিয়ারের তালিকায়। বলা হচ্ছে এটি তার জন্য কেবল শুরু, তিনি কোথায় যেয়ে থামবেন আন্দাজ করাও মুসকিল। ইভানের জন্ম জুন ৪, ১৯৯০, লস এঞ্জেলেস ক্যালিফোর্নিয়ায়। পিতা জন. ডব্লিউ স্পিগেল ও মা মেলিসা এ্যান থমাস দুজনেই আইনজীবী। বেড়ে ওঠেছেন প্যাসিফিক পলিস্যাডসে এপিসকোপালিয়ান চার্চের মতানুসারে। শিক্ষাজবন ক্রসরোড স্কুল অব আর্টস এ্যান্ড সায়েন্স, স্য্ন্টাা শলিকায়। পরবর্তীতে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। স্ট্যানফোর্ড ও প্রবেশের পূর্বে কিছুদিন অধ্যায়ন করেছেন ডিজাইন নিয়ে ওটিস কলেজ অব আর্ট এ্যান্ড ডিজাইন এবং প্যাসাডেনার আর্ট সেন্টার কলেজ অব ডিজাইনে। কাজ করেছেন বেত বুলের বিক্রয় বিভাগে অবৈতনিক ইস্টার্ন হিসাবে। বায়োমেডিক্যাল কোম্পানির ক্যারিয়ার ইনস্ট্রাক্টর হিসাবে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে। পাশাপাশি ছিলেন বিভিন্ন সংগঠনের সদস্য। ২০১২ তে শিক্ষা জীবন শেষের অল্পদিন আগে স্ট্যানফোর্ড ছেড়ে আসেন নিজের প্রতিষ্ঠিত কোম্পানি স্ন্যাপচ্যাটের জন্য। সে সময় স্ন্যাপচ্যাটের বিষয়ে প্রোডাক্ট ডিজাইন সম্পর্কিত তার ধারনাটি সহপাঠিদের হাসির খোরাক হয়। সে সময় বডি মারফি আর রেগি ব্রাউনকে নিয়ে প্রতিষ্ঠা করেন মোবাইল অপ্লিকেশন স্ন্যাপচ্যাট। তিনি স্ন্যাপ ইনবা এর প্রতিষ্ঠাতা সিইও। ১৯ জুলাই ২০১৮ তে এনবিসি নিউজের সঙ্গে এক আলোচনায় তিনি জানান তিনি ২০১৮ তে স্ট্যানফোর্ড থেকে গ্র্যাজুয়েশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। এ বিষয়ে তার অনুপ্রেরণা ছিল তার পুত্র হার্ট কের স্পিগেল। এছাড়াও এর মাধ্যমে তিনি পুত্রের জন্য গ্র্যাজুয়েশনের বিষয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চান। ফেব্রুয়ারি ২০১৭ তে ইভান ও মারফি তাদের নিয়ন্ত্রণে থাকা ১ কোটি ৩০ লাখ ক্লাস এ শেয়ার পরকী ১৫-২০ বছরের জন্য তরুণদের জন্য অলা ডজন বা শিল্প ও শিক্ষা নিয়ে কাজ করছে এমন প্রতিষ্ঠানে দান করেন। ঐ বছরের মার্চে ওয়ান স্ট্রীট জার্নাল জানায় ইভান ও মারফি স্ন্যাপ ইএক এর ৭০% এর বেশী নিয়ন্ত্রণ করেন যেখানে ইবানের মালিকানা ৪৫%। ২০১০ তে সম্পর্কে চড়ান মডেল, অভিনেত্রী সিরান্তা কার এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২৭ মে ২০১৭ তে। বিয়ের একমাস পূর্বে মার্কিন অভিনেতা হ্যারিমন ফোর্ডের মালিকানাধীন ৭১৬৪ বর্গফুটের ফ্ল্যাটটি ক্রয় করেন ১২ মিলিয়ন ডলারে। ইভান স্পিগেল এর বর্তমান সম্পদের পরিমান ৪.১ বিলিয়ন ডলার, বিলিয়নি যার তালিকায় প্রথম আসেন ২০১৫ তে ফোবর্স ম্যাগাজিনের ২০১৬’র শীর্ষ ধনীর তালিকায় তার অবস্থান ছিল ৮৫৪তম, কেবল সম্পদের পাহাড় গড়া নয় মানবিক কর্মকান্ডে অবদানের জন্যও ইভান সমানভাবে আলোচিত। তার চেয়েও বড় কথা প্রযুক্তি ব্যবহার করে সাফল্যে অর্জনের বিষয়ে ইভান স্পিগেল আজ সারাবিশ্বের তরুণ সমাজের সামনে আদর্শ। ডিপ্রজন্ম ডেস্ক
×