ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নান্দাইলে চিকিৎসকসহ ১৪ জনকে শোকজ

প্রকাশিত: ১১:৪৭, ২০ আগস্ট ২০১৯

 নান্দাইলে চিকিৎসকসহ ১৪ জনকে শোকজ

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ১৯ আগস্ট ॥ কর্মস্থলে অনুপস্থিত থাকায় ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা ও চিকিৎসকসহ ১৪ জনকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দেয়া হয়েছে। সোমবার বিভাগীয় পরিচালকের নির্দেশে এ শোকজ করা হয় বলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মহিউদ্দিন জানিয়েছেন। আগামী তিন দিনের মধ্যে নোটিসের সন্তোষজনক জবাব না পাওয়া গেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। জানা গেছে, শোকজ প্রাপ্তদের মধ্যে রয়েছে গাইনি চিকিৎসক দেলোয়ারা পারভীন ডলি, মেডিক্যাল অফিসার নয়ন দেবনাথ, সাইদুর রহমান, ৭ জন সিনিয়র নার্স, অফিস সহকারী এনামুল হক, এমএলএসএস আলাউদ্দিন ও মালি ইদ্রিস আলী। ১৪ জনের মধ্যে ১৩ জনকে উপজেলা কমপ্লেক্স থেকে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী এনামুল হককে শোকজ করেছেন ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ আবুল কাশেম। এই উপজেলার সাড়ে ৪ লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা হাসপাতালটি। সারাদেশে ডেঙ্গুর এই মহামারিতে সরকার সকল চিকিৎসকের ছুটি বাতিল করলেও এখানে ভিন্ন চিত্র। চিকিৎসকদের অনুপস্থিতির কারণে নার্স ও সহকারী মেডিক্যাল অফিসার দিয়ে করানো হচ্ছে চিকিৎসা। তাই সেবা নিতে আসা রোগীরা কাক্সিক্ষত সেবা পাচ্ছেন না।
×