ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে ফেরির সঙ্গে দুই লঞ্চের ত্রিমুখী সংঘর্ষ ॥ আহত ৫

প্রকাশিত: ১১:৪৮, ২০ আগস্ট ২০১৯

 মাদারীপুরে ফেরির  সঙ্গে দুই লঞ্চের ত্রিমুখী সংঘর্ষ ॥  আহত ৫

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৯ আগস্ট ॥ কাঁঠালবাড়ী ও শিমুলিয়া নৌপথে রবিবার রাত ৮টার দিকে পদ্মা নদীর লৌহজং টার্নিং পয়েন্টে একটি ডাম্ব ফেরির সঙ্গে দুটি যাত্রী বোঝাই লঞ্চের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ৫ যাত্রী। ৩ শতাধিক যাত্রী অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল। জানা গেছে, রাত ৮টার দিকে কাঁঠালবাড়ী ঘাট থেকে যাত্রী বোঝাই করে এমভি সুরভী ও এমভি আশিক নামে দুটি লঞ্চ শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যায়। এ সময় লঞ্চ দুটিতে অন্তত ৩ শতাধিক যাত্রী ছিল। লঞ্চ দুটি কাঁঠালবাড়ী ঘাট থেকে ছেড়ে পদ্মা নদীর লৌহজং টার্নিং পয়েন্টে গতি কমিয়ে দেয়। এ সময় শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ীগামী রায়পুরা নামের একটি ডাম্ব ফেরি লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেলটি অতিক্রম করছিল। চ্যানেলটি সরু থাকায় ফেরি মোড় ঘোরাতে গেলে লঞ্চ দুটির সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় লঞ্চের ছাদ থেকে দুজন যাত্রী পানিতে পড়ে যায়। তাৎক্ষণিক অন্য যাত্রীদের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। সংঘর্ষে আহত হয় আরও ৫ জন। পরে লঞ্চ দুটি ক্ষতিগ্রস্ত অবস্থায় ডুবোচরে আটকে যায়। পরে কাঁঠালবাড়ী ঘাট থেকে যাত্রীশূন্য লঞ্চ গিয়ে যাত্রীদের উদ্ধার করে।
×