ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ০৩:০৫, ২০ আগস্ট ২০১৯

যশোরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে উর্ষি মজুমদার নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দশরাথ মজুমদারের পুতনি (পৌত্রি) এবং একই ইউনিয়নের সুড়গ্রামের সুরঞ্জিত মজুমদারের মেয়ে। তিন মাস আগে ঝিনাইদহের সদর উপজেলার কুলবাড়িয়ার মিঠুন বিশ্বাসের সাথে উর্ষির বিয়ে হয়। সোমবার দিবাগত রাতে উর্ষি মজুমদারের লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। নিহত উর্ষি মজুমদার ইছালী ইউনিয়নের স্বাধীনতার পর প্রথম চেয়ারম্যান দশরাথ মজুমদারের পুতনি। ইছালী ইউনিয়নের ইউপি সদস্য অজয় আর্য্য জানান, সপ্তাহ দুই আগে শুশুরবাড়ি থেকে উর্ষি মজুমদার বাবার বাড়িতে আসে। তিন দিন আগে তার মা শিলা মজুদার ও ভাই শোভন মজুমদার নড়াইলে যান। সোমবার দুপুরে খাওয়ার পর মোবাইলে উর্ষি তার স্বামীর সাথে কিছুক্ষণ কথা বলে। বাড়িতে দাদা ছাড়া কেউ ছিল না। এসময় ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে। তার দাদা দশরথ মজুমদার উর্ষিকে ঝুলতে দেখে স্থানীয়দের খবর দেয়। তারা থানায় সংবাদ দিলে ইছালী ফাঁড়ির ইনচার্জ এসআই নুর-উন-নবী ঝুলন্ত লাশ উদ্ধার করে। রাত সাড়ে ১১টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ফাঁড়ির ইনচার্জ নুর-উন-নবী জানান, উর্ষির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুটি রহস্যজনক মনে হওয়ায় ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে কিভাবে মৃত্যু হয়েছে তা জানা যাবে।
×