ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চোট পেয়ে মাঠের বাইরে বার্সার দেম্বেলে

প্রকাশিত: ০৩:৩০, ২০ আগস্ট ২০১৯

চোট পেয়ে মাঠের বাইরে বার্সার দেম্বেলে

অনলাইন ডেস্ক ॥ বার্সেলোনায় চোট সমস্যা বেড়েই চলেছে। সবশেষ হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে পাঁচ সপ্তাহের জন্য ছিটকে পড়েছেন উসমান দেম্বেলে। গত শুক্রবার লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে আথলেতিক বিলবাওয়ের কাছে হারের পর সোমবার দেম্বেলের পরীক্ষা করা হয়। তার বাঁ পায়ের পেশিতে চোট ধরা পড়ার কথা বার্সেলোনার ওয়েবসাইটে জানানো হয়েছে। ফরাসি এই ফরোয়ার্ড ছিটকে পড়ায় ম্যাচে একাদশ সাজাতে কিছু সমস্যায় পড়তে পারেন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে। কেননা আগে থেকেই চোটের কারণে মাঠের বাইরে আছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেস। গত মৌসুমের পর এখন পর্যন্ত দলের হয়ে মাঠে নামেননি মেসি। গ্রীষ্মের ছুটি কাটিয়ে ফেরার পর এ মাসের শুরুতে প্রথম অনুশীলনেই পায়ের পেশিতে চোট পান আর্জেন্টাইন ফরোয়ার্ড। আর বিলবাওয়ের কাছে ১-০ গোলে হারা ম্যাচের মাঝপথে তুলে নেওয়া উরুগুয়ের ফরোয়ার্ড সুয়ারেসেরও পায়ের পেশিতে কিছুটা সমস্যা আছে। সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতির আগ পর্যন্ত সুয়ারেসের ফেরার সম্ভাবনা নেই। তবে আগামী রবিবার রিয়াল বেতিসের বিপক্ষে হতে যাওয়া ম্যাচে অধিনায়ক মেসির ফেরার সম্ভাবনা রয়েছে।
×