ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

হুয়াওয়েকে আরও ৯০ দিন সময় দিলো যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৩:৩০, ২০ আগস্ট ২০১৯

হুয়াওয়েকে আরও ৯০ দিন সময় দিলো যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক ॥ হুয়াওয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরও ৯০ দিনের আগে কার্যকর হবে না বলে নিশ্চিত করেছেন মার্কিন বাণিজ্য মন্ত্রী উইলবার রস। চলতি বছরের মে মাসে জাতীয় নিরাপত্তার কথা বলে প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভূক্ত করে মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তীতে প্রতিষ্ঠানটির লেনদেনের সুবিধার্থে সাময়িক অনুমোদন দেওয়া হয়, যার মেয়াদ সোমবার শেষ হওয়ার কথা ছিলো। রস আরও বলেন, হুয়াওয়ের আরও ৪৬টি সহায়ক প্রতিষ্ঠানকে এবার মার্কিন এনটিটি লিস্টে যোগ করা হবে। এই তালিকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কোনো ব্যবসা করবে না দেশটি-- খবর বিবিসি’র। ৯০ দিনের জন্য হুয়াওয়েকে সুযোগ দেওয়ায় গুগলের মতো প্রতিষ্ঠানগুলো হুয়াওয়ের নিষেধাজ্ঞার সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নেওয়ার সুযোগ পাবে। এতে মার্কিন গ্রাহকরা সহায়তা পাবেন বলে জানিয়েছেন রস। “আমরা তাদেরকে আরও কিছুটা সময় দিচ্ছি যাতে তারা মানিয়ে নিতে পারে,” বলেন রস। হুয়াওয়ের পক্ষ থেকে বলা হয়, “আজকের এই সিদ্ধান্তে কোনোভাবেই হুয়াওয়ের ব্যবসায় প্রকৃত প্রভাব পড়বে না।” চীনা সরকারের সঙ্গে গভীর সম্পর্কের কারণে সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে গুরুতর সমালোচনা মুখোমুখি হয়েছে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠানটিকে। যুক্তরাষ্ট্র অনেক দিন ধরেই দাবি করে আসছে হুয়াওয়ে তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। ফলে চলতি বছরের মে মাসে প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভূক্ত করে দেশটি।
×