ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চলন্তিকা বস্তিতে সর্বস্ব হারানো হত-দরিদ্র মানুষদের সরকারী উদ্যোগেই পুনর্বাসন দাবী বিরোধী দলের

প্রকাশিত: ০৯:৩৮, ২০ আগস্ট ২০১৯

চলন্তিকা বস্তিতে সর্বস্ব হারানো হত-দরিদ্র মানুষদের সরকারী উদ্যোগেই পুনর্বাসন দাবী বিরোধী দলের

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, মিরপুরের চলন্তিকা বস্তিতে সর্বস্ব হারানো হত-দরিদ্র মানুষদের সরকারী উদ্যোগেই পুনর্বাসন করতে হবে। তিনি বলেন, হত দরিদ্র এই মানুষদের ভোটেই সরকার নির্বাচিত হয়। অগ্নিকান্ডে সর্বহারা এই মানুষগুলোই আমাদের মূল শক্তি। মঙ্গলবার সকালে অগ্নিকান্ডে ভস্মিভূত মিরপুরের চলন্তিকা বস্তির ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় রাষ্ট্রীয় বাজেট তৈরী হয়। আর বাজেটে দুঃস্থ ও হতদরিদ্র মানুষের কল্যাণে বরাদ্দ থাকে। সরকারের অনেক অনেক সুবিধা থাকে যা নিঃস্ব মানুষের কল্যাণে কাজে আসে। কিন্তু আমরা নেতা-কর্মীদের দেয়া সহায়তা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমাদের সাধ্যমত সহায়তা নিয়ে দুঃস্থ মানুষের পাশে সব সময় থাকবো। তিনি আরো বলেন, সংসদেও আমরা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের দাবিতে কথা বলবো। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন জাপা চেয়ারম্যান। তিনি বলেন, মানুষের সুখ দুঃখে পাশে না থাকলে রাজনীতি হয় না। কারণ রাজনীতি মানুষের জন্য। তাই সব দলের কাছে মানুষের প্রয়োজন আগে হওয়া উচিত। এসময় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত চলন্তিকা বস্তির জমি সরকারী খাস জায়গা। এই জমি কারো দখলে থাকতে পারেনা। এই জমিতে যারা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই হতদরিদ্র মানুষদের তালিকা করে পুনর্বাসনের দাবিও জানিয়েছেন তিনি। সাবেক এই স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ সব সময় হতদরিদ্র ও বিপন্ন মানুষের পাশে থেকেছেন। আমরাও তার আদর্শে অনুপ্রানীত হয়ে দুঃস্থ মানুষদের পাশে থাকবো আজীবন। এসময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির ভাইসচেয়ারম্যান আমানত হোসেন, মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম মহাসচিব সুলতান মাহমুদ সেলিম, যুগ্ম দফতর সম্পাদক এম.এ. রাজ্জাক খান, মোহাম্মদ আলী খান, মেহেদী হাসান শিপন, মোতাহার হোসেন, খলিল মোল্লা, নাসির উদ্দিন প্রমুখ। বিভাগীয় সাংগঠনিক কমিটি গঠন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এক সাংগঠনিক আদেশে ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের সাংগঠনিক কর্মকান্ড বেগবান ও গতিশীল করার জন্য বিভাগীয় সাংগঠনিক কমিটি গঠন করেছেন। এই কমিটি উপরোক্ত বিভাগের অন্তর্গত সকল জেলা সফর করে জেলা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে বৈঠক কিংবা আলাপ-আলোচনার ভিত্তিতে দলীয় সাংগঠনিক কর্মকান্ড আরো গতিশীল, বেগবান ও নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখবে। কমিটি কার্যভার গ্রহণের এক মাসের মধ্যে সাংগঠনিক কাজ সম্পন্ন করবে। ঢাকা বিভাগÑ আহ্বায়ক- প্রেসিডিয়াম সদস্য- সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সদস্য সচিব- আলমগীর সিকদার লোটন, সদস্য- হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, শফিকুল ইসলাম সেন্টু, ভাইস চেয়ারম্যান- জহিরুল আলম রুবেল। রাজশাহী বিভাগÑ আহ্বায়ক- প্রেসিডিয়াম সদস্য এ্যাড. শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব-আব্দুর রশিদ সরকার, সদস্যÑব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, ভাইস চেয়ারম্যান- আহসান আদেলুর রহমান এমপি, যুগ্ম মহাসচিব- এস.এম. ইয়াসির। বরিশাল বিভাগÑ আহ্বায়কÑ প্রেসিডিয়াম সদস্যÑ গোলাম কিবরিয়া টিপু এমপি, সদস্য সচিবÑ এমরান হোসেন মিয়া, সদস্য- নাসরিন জাহান রতনা এমপি, ভাইস চেয়ারম্যান- অধ্যাপক মহাসিনুল ইসলাম হাবুল, সাংগঠনিক সম্পাদক- ফখরুল আহসান শাহজাদা। রংপুর বিভাগÑ আহ্বায়কÑ প্রেসিডিয়াম সদস্যÑ মুজিবুল হক চুন্নু এমপি, সদস্য সচিব- মোঃ আজম খান, সদস্যÑ মোস্তাফিজার রহমান মোস্তফা, এস.এম. ফখর উজ জামান জাহাঙ্গীর, পনির উদ্দিন আহমেদ এমপি। খুলনা বিভাগÑ আহ্বায়ক- প্রেসিডিয়াম সদস্য- সাহিদুর রহমান টেপা, সদস্য সচিব-সুনীল শুভ রায়, সদস্যÑসৈয়দ দিদার বখ্ত, উপদেষ্টা- হাসান সিরাজ সুজা, যুগ্ম মহাসচিব- মনিরুল ইসলাম মিলন। সিলেট বিভাগÑ আহ্বায়ক- প্রেসিডিয়াম সদস্য- মেজর জেঃ (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, সদস্য সচিব- কাজী মামুনুর রশীদ, সদস্য- এটিইউ তাজ রহমান, যুগ্ম মহাসচিব- হাসিবুল ইসলাম জয়, নির্বাহী সদস্য- পীর ফজলুর রহমান মেজবাহ এমপি।
×