ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভলিবলে শিরোপা পুনরুদ্ধারের আশা শেষ বাংলাদেশের!

প্রকাশিত: ০৯:৪০, ২০ আগস্ট ২০১৯

ভলিবলে শিরোপা পুনরুদ্ধারের আশা শেষ বাংলাদেশের!

স্পোর্টস রিপোর্টার ॥ শিরোপা ধরে রাখার চেয়ে তা ধরে রাখা কঠিন। তবে বাংলাদেশ জাতীয় ভলিবল দলের জন্য শিরোপা পুনরুদ্ধার করাটা কঠিন। ২০১৬ সালে ঘরের মাঠে এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। দুই বছর পর ঢাকায় একই আসরে তুর্কমেনিস্তানের কাছে হেরে রানার্সআপ হয়েছিল তারা। এবার শিরোপা পুনরুদ্ধারের জন্য নেপালে গেছে ভলিবল দল। কিন্তু টানা দুই ম্যাচ হেরে শিরোপা পুনরুদ্ধারের আশা শেষ বাংলাদেশের। মঙ্গলবার কাঠমান্ডুতে গ্রু পপ ‘বি’র দ্বিতীয় ম্যচে আফগানিস্তানের কাছে ৩-২ সেটে হেরে গেছে আলীপোর আরোজির দল। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই টুর্নামেন্টের জন্য ৮০ লাখ টাকা খরচ করে ইরানে ২১ দিন ট্রেনিং করে ভলিবল দল। নেপালে যাওয়ার আগে ইরানে অনুশীলনের পাশাপাশি স্থানীয় বিভাগীয় দলের বিরুদ্ধে আটটি ম্যাচ খেলে পাঁচটিতে জিতেছে। এত টাকা খরচ করে ইরানে গিয়ে ক্যাম্প করলেও ফল সেই ‘অশ্বডিম্ব’! বরং শেষ দুই আসরের চেয়ে এবার আরও বাজে পারফরম্যান্স করেছে। গত দু’বার ফাইনালে খেললেও এবার গ্রুপ পর্বেই বিদায়। প্রথম ম্যাচে হেরেছিল উজবেকিস্তানের কাছে। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের আশা ছিল। কাগজে-কলমে আফগানদের চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু প্রথম সেটে ২১-২৫ পয়েন্টে হেরে যায়। এরপরই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় সেট জিতে লিডও নেয় তারা। ২৫-১৯ এবং ২৫-১৮ পয়েন্টে জিতে। চতুর্থ সেটে গিয়ে আবারও ছন্দপতন। এবার হারে ২৩-২৫ পয়েন্টে। শেষ সেটে গিয়েও হতাশ করেন হরষিৎরা। ১২-১৫ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ দল।
×