ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের কিশোর ফুটবলারদের জয়

প্রকাশিত: ০৯:৪৪, ২০ আগস্ট ২০১৯

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের কিশোর ফুটবলারদের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ সাফ অ-১৫ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে সোমবার ভারতের কলকাতার কল্যাণীতে পৌঁছেছে বাংলাদেশ অ-১৫ জাতীয় ফুটবল দল। বুধবার থেকে শুরু হবে দক্ষিণ এশিয়ার কিশোর ফুটবলাদের লড়াই। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। লাল-সবুজদের শিরোপা ধরে রাখার মিশনটা শুরু হবে ২৩ আগস্ট ভুটানের বিপক্ষের ম্যাচ দিয়ে। তার আগে মঙ্গলবার একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে লাল-সবুজের দল। ভারতের ইউনাইটেড স্পোর্টস ক্লাব অ-১৫ দলকে ৩-১ গোলে হারিয়েছে তারা। বাংলাদেশ দলের রাব্বি হাসান (৪১ মিনিটে), পিয়াশ আহমেদ নোভা (৫৭) এবং আল আমিন রহমান (৮৯ মিনিটে) এবং ভারতীয় দলের লিটু মল্লিক (৭৬ মিনিটে) ১টি করে গোল করেন। দক্ষিণ এশিয়ার কিশোরদের ফুটবলের ৫ আসরের মধ্যে দুইবার চ্যাম্পিয়ন বাংলাদেশ। এই আসরে বাংলাদেশ ম্যাচগুলো খেলবে ২৩ আগস্ট ভুটান, ২৫ আগস্ট শ্রীলঙ্কা,২৭ আগস্ট নেপাল এবং ২৯ আগস্ট স্বাগতিক ভারতের বিপক্ষে। গতবারের রানার্সআপ পাকিস্তান এবার খেলছে না এই টুর্নামেন্টে। ৫ দেশ অংশ নিচ্ছে বলে বদলে গেছে ফর্মেশনও। এবার দলগুলো খেলবে লিগ ভিত্তিতে। শীর্ষ দুই দল মুখোমুখি হবে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।
×