ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সৌদি থেকে লাশ হয়ে ফিরলেন নারী কর্মী

প্রকাশিত: ১০:৫৪, ২১ আগস্ট ২০১৯

সৌদি থেকে লাশ হয়ে ফিরলেন নারী কর্মী

জনকণ্ঠ ডেস্ক ॥ ভাগ্য পরিবর্তনের আশায় এক বুক স্বপ্ন নিয়ে ২০১৮ সালের নবেম্বর মাসে গৃহকর্মী হিসেবে সৌদি আরবে গিয়েছিলেন নারায়ণগঞ্জের শাহনাজ। সৌদিতে যাওয়ার আট মাস পর তাকে দেশে ফিরতে হয়েছে লাশ হয়ে। মঙ্গলবার সকালে তার নিথর দেহ এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের উপসহকারী পরিচালক (ডিএডি) আনিসুজ্জামান। খবর বাংলা ট্রিবিউনের। তিনি বলেন, ‘শাহনাজের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের পক্ষ থেকে দাফন খরচ বাবদ তাদের ৩৫ হাজার টাকা দেয়া হয়েছে। আর মৃত্যু বাবদ ক্ষতিপূরণের টাকা পরবর্তী সময়ে দেয়া হবে।’ শাহনাজের পরিবার জানায়, গৃহকর্মীর কাজ নিয়ে তিনি সৌদি আরবে গিয়েছিলেন। শাহনাজ অসুস্থ হলেও তাকে কোন প্রকার চিকিৎসা দেয়া হয়নি। সৌদিতে যাওয়ার পর শাহনাজ আট মাসে মাত্র সাতবার দেশে ফোন করেন। কিন্তু সেই নম্বরে আবার যোগাযোগ করলে তাকে পাওয়া যেত না। পরিবারের সদস্যরা জানান, সৌদি আরবে শাহনাজের নিয়োগকর্তার পরিবারের দাবি, শাহনাজ আত্মহত্যা করেছে। কিন্তু বিভিন্ন নির্যাতনেই শাহনাজের মৃত্যু হয়েছে বলে ধারণা পরিবারের। শাহনাজের এভাবে চলে যাওয়া কিছুতেই মানতে পারছিলেন না তার ছেলে সজীব।
×