ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মিন্নিকে কেন জামিন দেয়া হবে না ॥ হাইকোর্টের রুল

প্রকাশিত: ১০:৫৮, ২১ আগস্ট ২০১৯

মিন্নিকে কেন জামিন দেয়া হবে না ॥ হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার ॥ বরগুনায় প্রকাশ্যে কুপিয়ে রিফাত শরীফ হত্যা মামলায় কারাগারে থাকা নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে কেন জামিন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সাতদিনের মধ্যে এ রুলের জবাব দিতে হবে। একইসঙ্গে এ মামলার তদন্ত কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট। এদিকে একটি অস্ত্র মামলার আসামি জীবিত না মৃত এর যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করার ঘটনায় তলবে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ভোলার পুলিশ সুপার (এসপি) সরকার মোঃ কায়সার। অন্যদিকে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের হওয়া হত্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিনের মেয়াদ আরও একবছর বাড়িয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। বরগুনায় প্রকাশ্যে কুপিয়ে রিফাত শরীফ হত্যা মামলায় কারাগারে থাকা নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে কেন জামিন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী ২৮ আগস্ট এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। অ ভোলার এমপির নিঃশর্ত ক্ষমা ॥ একটি অস্ত্র মামলার আসামি জীবিত না মৃত এর যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করার ঘটনায় তলবে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ভোলার পুলিশ সুপার (এসপি) সরকার মোঃ কায়সার। ভবিষ্যতে আর এ ধরনের ভুল হবে না জানিয়ে ক্ষমা চাইলে মামলায় ওই এসপিকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। কুমিল্লার নাশকতা মামলায় খালেদা জিয়ার জামিন এক বছর বেড়েছে ॥ কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের হওয়া হত্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিনের মেয়াদ আরও একবছর বাড়িয়েছে হাইকোর্ট। জামিন বৃদ্ধি চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
×