ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে নতুন শিক্ষা প্রতিষ্ঠান নয়

প্রকাশিত: ১০:৫৮, ২১ আগস্ট ২০১৯

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে নতুন শিক্ষা প্রতিষ্ঠান নয়

স্টাফ রিপোর্টার ॥ কোন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে আর যেন নতুন কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে না উঠতে পারে সে বিষয়ে নজর দেয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এ বিষয়ে নজরদারি নিশ্চিত করতে থানা, উপজেলা ও জেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দেয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতর পরিচালক (পলিসি ও অপারেশন) খান মোঃ নুরুল আমিন স্বাক্ষরিত এই নির্দেশনা ইতোমধ্যেই মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এর আগে গত ২৪ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সুপারিশ করা হয়েছিল সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোর পাশে সমমানের কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যাতে গড়ে না ওঠে সে বিষয়ে ব্যবস্থা নেয়া জরুরী। সংসদীয় কমিটির ওই সুপারিশের পর প্রাথমিক শিক্ষা অধিদফতর এই নির্দেশনা জারি করল।
×