ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আরও ছয়জনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত এক হাজার ৫৭২

প্রকাশিত: ১১:০৫, ২১ আগস্ট ২০১৯

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত এক হাজার ৫৭২

স্টাফ রিপোর্টার ॥ টানা দুই মাসের বেশি সময় ধরে ডেঙ্গুর কবলে রয়েছে বাংলাদেশ। এখনও প্রতিনিয়নত আক্রান্ত হচ্ছে এই রোগে। মৃত্যুর সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুয়ায়ী মৌসুমের শুরু থেকে মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ৫৬ হাজার ৩৬৯ জন। বিশেষজ্ঞরা বলছেন এ বিষয়ে ইতোমধ্যে সচেতনতা তৈরির কারণে এটি হয়ত আর দীর্ঘয়িত হবে না। এখন পর্যন্ত সরকারীভাবে মৃতের সংখ্যা উল্লেখ করা হচ্ছে ৪০ জন। কিন্তু গণমাধ্যমের খবর অনুযায়ী এখন পর্যন্ত মৃতের সংখ্যা দেড় শ’ ছাড়িয়েছে। যদিও স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পক্ষ থেকে বলা হয়েছে ডেঙ্গুতে ৭০ জনের সম্ভাব্য মৃত্যু পর্যালোচনা করে এই রোগে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে তারা উল্লেখ করেছে। শুধু মঙ্গলবারই জনকণ্ঠের প্রতিনিধিদের পাঠানো তথ্যে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৭২ জন। এটি আগের দিনের তুলনায় শতকরা ৩ ভাগ কম বলে তারা উল্লেখ করেছে। তারা জানায় এই সময়ে রাজধানী ঢাকায় নতুন রোগী ভর্তির সংখ্যা ৭৫০ জন। এই সময়ে ঢাকায় সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৭৫৬ জন। ঢাকার বাইরে আক্রান্ত হয়েছে ৮২২ জন। ছাড়পত্র নিয়েছে ১ হাজার ৭৯ জন। নতুন করে আরও ৬ জনের মৃত্যু॥ এদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ এবং আমতলীতে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মোহাইমেন আহমেদ সামি নামে ওই শিশুটিকে গত ১৫ আগস্ট গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সামি ওই হাসপাতালের পিআইসিইউতে ছিল। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ। এ নিয়ে এখন পর্যন্ত এই হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জ ॥ বন্দরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ফাতেমা আক্তার (২১) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত দেড়টার দিকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বাড়ি বন্দর উপজেলায়। এ নিয়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের ৬ জনের মৃত্যু হলো। বিষয়টি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস। ময়মনসিংহ ॥ মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে চিকিৎসাধীন দুই রোগী মারা গেছেন। এরা হচ্ছেনÑ নেত্রকোনার দুর্গাপুর উপজেলার আব্দুর রাজ্জাকের পুত্র সেলিম মিয়া (২৭) ও একই জেলার কেন্দুয়া উপজেলার আনোয়ার হোসেন (৪৬)। আনোয়ার সোমবার রাত ৩টায় হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট-সিসিইউ এবং সেলিম ইনটেনসিভ কেয়ার ইউনিটে সোমবার দুপুর দেড়টায় মারা যান। এ নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু জ্বরে চারজন মারা গেছেন। ফরিদপুর ॥ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত সাহেব আলি (৪৫) নামের আরও একজনের সোমবার রাতে মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১ আগস্ট থেকে এই হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট সাতজনের মৃত্যু হলো। সাহেব আলি রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের মনসের আলির ছেলে। আমতলী, বরগুনা ॥ পৌরসভার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আসমা বেগম ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালের জরুরী বিভাগে তিনি মারা যান। পারিবারিক সূত্রে জানা গেছে, শিক্ষিকা আসমা বেগমের বড় মেয়ে লুবা আক্তার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকায় কোচিং করছেন। গত ৮ আগস্ট ওই মেয়ের কাছে যান মা আসমা আক্তার ও স্বামী স্বপন তালুকদার। বরিশাল ॥ দীর্ঘদিনের স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। তাইত এইচএসসি পাস করার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করার জন্য ঢাকায় গিয়েছিল কলেজছাত্রী সুমাইয়া আক্তার (১৯)। সম্প্রতি ঢাকায় সুমাইয়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ্রামের বাড়িতে ফিরে আরও অসুস্থ হয়ে পরে।
×