ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বোতলবন্দী বার্তা

প্রকাশিত: ১১:০৯, ২১ আগস্ট ২০১৯

বোতলবন্দী বার্তা

ঠাণ্ডা লড়াইয়ের সময় সাহায্য চেয়ে একটি চিঠি বোতলবন্দী করে সমুদ্রে ভাসিয়েছিলেন রুশ নৌবাহিনীর এক অফিসার। সেই চিঠি যতদিনে গন্তব্যে পৌঁছল ততদিনে বছর পঞ্চাশ পেরিয়ে গিয়েছে। সাহায্যের প্রয়োজন ফুরিয়েছে, কিন্তু নিজের হাতে লেখা চিঠিখানি দেখে চোখের জল সামলাতে পারেননি সেই নাবিক। এ যেন বর্তমানের তটে ভেসে আসা এক টুকরো অতীত। অর্ধশতক পুরনো এই বোতলটির খোঁজ মিলেছে পশ্চিম আলাস্কার সমুদ্রতটে। টেলর ইভানফ নামে স্থানীয় এক বাসিন্দা ঝোপের মধ্যে দিয়ে হাঁটার সময় হঠাৎ দেখেন, বেশ পুরনো ও নোংরা সবুজ রঙের একটি বোতল পড়ে রয়েছে। ইভানফের কথায়, ‘বোতলটা ভাল করে নিরীক্ষণ করে দেখলাম এর কর্কটা কোন সাধারণ কর্ক নয়। বেশ মজবুত করে আটকানো। বোতলের ভেতরে রয়েছে এক টুকরো কাগজ।’ রাশিয়ান ভাষায় লেখা সেই চিঠির বিন্দুবিসর্গও বুঝতে পারেননি ইভানফ। অগত্যা সাহায্য চেয়ে ফেসবুকে পোস্ট করেন তিনি। হয় মুশকিল আসান। এক রুশ নাগরিক তাকে বলেন, চিঠিটি ১৯৬৯ সালে লেখা। -ওয়েবসাইট
×