ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডেমোক্র্যাটদের নতুন অস্ত্র বর্ণবিদ্বেষ

প্রকাশিত: ১১:৩৪, ২১ আগস্ট ২০১৯

ডেমোক্র্যাটদের নতুন অস্ত্র বর্ণবিদ্বেষ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনায় নতুন অস্ত্র পেয়েছে ডেমোক্র্যাটের প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশীরা। তারা ডোনাল্ড ট্রাম্পকে বর্ণবাদী তকমা লাগাতে আরও উৎসাহী হয়ে উঠেছেন। ভার্জিনিয়ার শার্লটসভিলে ও টেক্সাসের এল পাসোর বর্ণবাদী বিভাজন ও সহিংসতার ঘটনার উল্লেখ করে তাকে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীও আখ্যায়িত করছেন প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাটের মনোনয়ন পেতে আগ্রহীরা । খবর দ্য হিলের। হোয়াইট হাউসে বসতে প্রত্যাশীরা এর আগে ২০১৭ সালের আগস্টে শার্লটসভিলে শ্বেতাঙ্গদের সমাবেশ নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে বিষোদ্গার করেন। পরে এর সঙ্গে নতুন সমালোচনা যোগ হয়েছে এল পাসোতে বন্দুকধারীর নির্বিচারে গুলিবর্ষণের ঘটনা। ওই বন্দুকধারী ওয়েবসাইটে দেয়া এক ইশতেহারে লাতিনদের আগ্রাসনের নিন্দা জানান এবং কর্তৃপক্ষকে বলেন, তিনি সব মেক্সিকানকে হত্যা করতে চেয়েছিলেন। ডেমোক্র্যাট থেকে প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশীরা বিষয়টির সঙ্গে ট্রাম্পের অভিবাসীদের নিয়ে কথাবার্তার মিল খুুঁজে বের করতে বিন্দুমাত্র সময় অপচয় করেননি। কারণ ট্রাম্প অভিবাসীদের খুনী গু-া ও অপরাধী বলে আখ্যায়িত করেছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসী স্রোতকে আগ্রাসন হিসেবেও অভিহিত করেছিলেন। সিনেটর এলিজাবেথ ওয়ারেন এল পাসো হামলার পরে দ্য নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘ট্রাম্প শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের সাহস এবং হাতে রসদ তুলে দিয়েছেন।’ টেক্সাসে গত ৩ আগস্ট নির্বিচারে হত্যাযজ্ঞের পর ডেমোক্র্যাট থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী সাবেক প্রতিনিধি পরিষদ সদস্য বেটো ওরোরকি ও উদ্যোক্তা এন্ড্রু ইয়াং ট্রাম্পকে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী বলে বর্ণনা করেন। ট্রাম্পকে উদ্দেশ করে এ সপ্তাহে প্রচার করা একটি বিজ্ঞাপনে ২০২০ সালের প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী জুলিয়ান ক্যাস্ট্রো উল্লেখ করেন, ‘এল পাসোতে আমরা দেখতে পেলাম, আপনার উস্কে দেয়া বর্ণবাদী আগুনের কারণে মার্কিনীদের হত্যার শিকার হতে হলো। নিরীহ লোকদের গুলি করে হত্যা করা হলো, কারণ তারা দেখতে আপনার মতো নয়। কারণ তারা দেখতে আমার মতো। তারা দেখতে আমার পরিবারের মতো।’ ট্রাম্পের পুনর্নির্বাচিত হওয়ার জন্য প্রচারে যুক্তি দেখানো হয় যে, বর্ণবাদের অভিযোগ আনা ডেমোক্র্যাটদের খড়-কুটো আকড়ে ধরার চেয়ে বেশি কিছু নয়। ট্রাম্পের প্রচার যোগাযোগ বিষয়ক পরিচালক টিম মুরতাফ এক বিবৃতিতে বলেন, ‘দুই বছর ডেমোক্র্যাটরা বলে আসল ট্রাম্প রাশিয়ার এজেন্ট, এখন রাশিয়া ধোঁকাবাজির বিষয়টি বিলীন হয়ে গেছে। এখন তারা সেখান থেকে সরে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী আকড়ে ধরেছে। বিবৃতিতে আরও বলা হয়, ক্যাস্ট্রোর বিজ্ঞাপন ছিল ‘মিথ্যা এবং হাস্যকর’। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বর্ণবাদের অভিযোগ অস্বীকার করেছেন। এখন তিনি উল্টো ডেমোক্র্যাট ও অন্য প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, তারা তার প্রেসিডেন্টের কাজকর্মের সমালোচনা করতে না পারায় ‘বর্ণবাদ’ শব্দটি ব্যবহার করছে। গত সপ্তাহে তিনি সাংবাদিকদের বলেন, ‘তারা যখন এই কাজটি করে, সেটা আমি পছন্দ করি না। কারণ আমি এগুলোর কোনটিই না।’ তিনি আরও বলেন, আমি মনে করি এটা লজ্জাকর।
×