ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের এমডির মেয়াদ ৩ বছর বাড়ল

প্রকাশিত: ১১:৪৭, ২১ আগস্ট ২০১৯

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের এমডির মেয়াদ ৩ বছর বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক খাতের তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহীর (সিইও) মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়েছে। এর ফলে, আগামী তিন বছরের জন্য সোনালী ব্যাংকের এমডি ও সিইও নিযুক্ত হলেন আতাউর রহমান খান, রূপালী ব্যাংকে ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং অগ্রণী ব্যাংকে শামসুল উল ইসলাম। চলতি মাসেই এই তিন ব্যাংকের এমডি ও সিইওর মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এই তিনজনকেই পুনর্নিয়োগ দেয়া হলো। বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে ৬৫ বছর পর্যন্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেয়া যাবে। বাণিজ্য ঘাটতি বাড়ছে অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৮-১৯ অর্থবছরে পণ্য বাণিজ্যে সামগ্রিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৯৪ মিলিয়ন ডলার বা ১৩ লাখ ১৬ হাজার ৯৯০ কোটি টাকা (১ ডলার= ৮৫ টাকা)। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বৈদেশিক বাণিজ্যের লেনদেনের এ তথ্য প্রকাশ করেছে। ধারাবাহিকভাবে রফতানি আয় বাড়লেও তার চেয়ে দ্রুত বাড়ছে আমদানি। সে কারণে থেকে যাচ্ছে বাণিজ্য ঘাটতি। বিশ্লেষকদের মতে পদ্মা সেতু, মেট্রোরেলসহ বিভিন্ন বড় প্রকল্পের সরঞ্জাম আমদানির কারণে এ খাতে ব্যয় বাড়ছে। তবে আগের অর্থবছরের তুলনায় বাণিজ্য ঘাটতি এবার কমে এসেছে।
×