ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

না’গঞ্জে যৌতুকের বলি গৃহবধূ

প্রকাশিত: ১১:৫৯, ২১ আগস্ট ২০১৯

না’গঞ্জে যৌতুকের বলি গৃহবধূ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বন্দরে যৌতুকের জন্য সুমাইয়া আক্তার বর্ষা (২১) নামে এক গৃহবধূকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামী মোস্তাফিজুর রহমান নয়নকে (৩৬) গ্রেফতার করেছে। সোমবার রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলী সাহারদী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। সোমবার রাতেই পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। গ্রেফতারকৃত অভিযুক্ত স্বামী নয়নকে মঙ্গলবার দুপুরে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে বন্দর থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান। পুলিশ ও নিহত বর্ষার স্বজনরা জানান, ২০১৩ সালে আলী সাহারদী এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে মোস্তাফিজুর রহমান নয়নের সঙ্গে রাজধানীর কদমতলী থানার দনিয়া শরাইল এলাকার বাসিন্দা মনজুর ভূঁইয়ার বড় মেয়ে সুমাইয়া আক্তার বর্ষার বিয়ে হয়। বিয়ের সময় নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র দেয়া হয়। বর্ষার সংসারে সাড়ে চার বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। কুষ্টিয়ায় বস্তাবন্দী নার্সের লাশ নিজস্ব সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, বস্তাবন্দী এক নার্সের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম বিলকিস আক্তার (৪০)। মঙ্গলবার সকালে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের কাঞ্চনপুর বাঁশের সাঁকো সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিলকিস আক্তার কুষ্টিয়া শহরের আমলাপাড়া এলাকার মাছ ব্যবসায়ী রবিউল ইসলামের স্ত্রী। তিনি হাসপাতাল মোড় এলাকার ডক্টরস ল্যাব এ্যান্ড প্রাইভেট হাসপাতালের নার্স হিসেবে কর্মরত ছিলেন। পুলিশের ধারণা পরকীয়ার জের ধরে এই হত্যাকা- ঘটতে পারে। খুলনায় ভ্যানচালক স্টাফ রিপোর্টার খুলনা অফিস থেকে জানান, বটিয়াঘাটা উপজেলায় ভ্যানচালক রাশিদুল ইসলাম গাজীর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল তিনটার দিকে উপজেলার আমিরপুর ইউনিয়নের নিজগ্রাম এলাকার একটি বাগান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত রাশিদুল ইসলাম একই ইউনয়নের জয়পুর গ্রামের বাসিন্দা আবদুল হালিম গাজীর ছেলে। ১৭-১৮ বছর বয়সী তরুণ রাশিদুল ইঞ্জিন ভ্যান চালিয়ে পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করত বলে জানা গেছে। গোবিন্দগঞ্জে শ্রমিক নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, গোবিন্দগঞ্জ উপজেলায় চা খাওয়ার সময় চা দোকানদারের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে আকালু শেখ (৪০) নামের এক পরিবহন শ্রমিককে সোমবার রাতে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আকালু শেখ গোবিন্দগঞ্জ পৌর এলাকার বুজরুক বোয়ালিয়া প্রধানপাড়ার কসের উদ্দিনের ছেলে। মঙ্গলবার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। ভোলায় বাসর হলো না স্কুল শিক্ষকের নিজস্ব সংবাদদাতা ভোলা থেকে জানান, ইলিশার গুপ্তমুন্সি এলাকায় মঙ্গলবার রাতে স্কুল শিক্ষক বরের বাসর করা আর হলো না। ফুলশয্যা না হতেই তার রহস্যজনক মৃত্যু হয়েছে। মনির হোসেন (৩৩) নামে ওই স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ আজ মঙ্গলবার সকালে পুলিশ উদ্ধার করেছে। তিনি রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের সহকারী শিক্ষক। মনির হোসেন পূর্ব ইলিশার গুপ্তমুন্সি এলাকার আমিনুল ইসলামের ছেলে। এদিকে ঘটনার রহস্য উদ্ঘাটনে নববধূ বিবি জয়নবকে দুপুরে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যশোরে নববধূ স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, যশোরে উর্ষি মজুমদার নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দশরাথ মজুমদারের পুতনি (পৌত্রি) এবং একই ইউনিয়নের সুড়গ্রামের সুরঞ্জিত মজুমদারের মেয়ে। তিন মাস আগে ঝিনাইদহের সদর উপজেলার কুলবাড়িয়ার মিঠুন বিশ্বাসের সঙ্গে উর্ষির বিয়ে হয়। সোমবার রাতে উর্ষি মজুমদারের লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। নিহত উর্ষি মজুমদার ইছালী ইউনিয়নের স্বাধীনতার পর প্রথম চেয়ারম্যান দশরাথ মজুমদারের পুতনি। ইছালী ইউনিয়নের ইউপি সদস্য অজয় আর্য্য জানান, সপ্তাহ দুই আগে শ্বশুরবাড়ি থেকে উর্ষি মজুমদার বাবার বাড়িতে আসে। তিন দিন আগে তার মা শিলা মজুদার ও ভাই শোভন মজুমদার নড়াইলে যান। সোমবার দুপুরে খাওয়ার পর মোবাইলে উর্ষি তার স্বামীর সঙ্গে কিছুক্ষণ কথা বলে। বাড়িতে দাদা ছাড়া কেউ ছিল না। এসময় ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে। সন্ধ্যা রাতে তার দাদা দশরথ মজুমদার উর্ষিকে ঝুলতে দেখে স্থানীয়দের খবর দেয়। তারা থানায় সংবাদ দিলে ইছালী ফাঁড়ির ইনচার্জ এসআই নুর-উন-নবী ঝুলন্ত লাশ উদ্ধার করে। ভৈরবে গরুচোর নিজস্ব সংবাদদাতা ভৈরব থেকে জানান, মঙ্গলবার দুপুরে ভৈরবের টানকৃষনগর এলাকার একটি কালভার্টের নিচ থেকে ৮ মামলার আসামি গরুচোর রফিকের মৃতদেহ উদ্ধার করেছে ভৈরব থানা পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তিনদিন আগে সে কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হয়। পুলিশের ধারণা, সহযোগীদের সঙ্গে ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে সে খুন হতে পারে। ১ আগস্ট কিশোরগঞ্জ ডিবি পুলিশ নরসিংদীর ইটাখোলা থেকে তাকে আটক করে। কুলিয়ারচর থানায় একটি মামলায় তাকে জেলে পাঠানো হয়। রবিবার সে জেল থেকে জামিনে বের হয়। নিহত রফিকের বাড়ি ভৈরবের মধ্যেরচর গ্রামে। তার বিরুদ্ধে ভৈরব, কুলিয়ারচর, বাজিতপুর, অষ্টগ্রাম থানায় একাধিক মামলা রয়েছে। সাভারে নবজাতক সংবাদদাতা সাভার থেকে জানান, আশুলিয়ায় রাস্তার পাশ থেকে এক নবজাতকের পলিথিনে মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আশুলিয়ার মধ্য গাজীরচট বটতলা এলাকায় রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় সড়কের পাশে পড়ে থাকা পলিথিনে মোড়ানো ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
×