ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পটিয়ায় ট্রাকের ধাক্কায় শ্যালক-দুলাভাই নিহত

প্রকাশিত: ১২:০১, ২১ আগস্ট ২০১৯

পটিয়ায় ট্রাকের ধাক্কায় শ্যালক-দুলাভাই নিহত

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ২০ আগস্ট ॥ পটিয়ায় পণ্যবাহী একটি ট্রাক্কের ধাক্কায় শ্যালক ও দুলাভাই প্রাণ হারিয়েছেন। তারা হলেন- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রধান শাখায় অভ্যর্থনাকারী হিসেবে কর্মরত রফিকুল ইসলাম আরজু (৩০)। সে পটিয়া পৌরসভার বাসিন্দা জহির আহমদের পুত্র। একই ঘটনায় প্রাণ হারিয়েছেন তার দুলাভাই পৌরসভার সুচক্রদ-ী গ্রামের বাসিন্দা আবদুল মালেকের পুত্র মোহাম্মদ শাহজাহান (৪৫)। তিনি এলাকার পল্লী চিকিৎসক। সোমবার রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া উপজেলার আমজুরহাট এলাকার স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রধান শাখায় রফিকুল ইসলাম আরজু অভ্যর্থনাকারী হিসেবে কর্মরত ছিল। কোরবানি ঈদের ছুটি শেষে সোমবার রাত সাড়ে ১১টায় ঢাকাগামী একটি ট্রেনে করে যাওয়ার কথা ছিল। আরজুর দুলাভাই শাজাহানসহ মোটরসাইকেল নিয়ে চট্টগ্রাম রেলস্টেশনে যাওয়ার পথে পটিয়া উপজেলার আমজুরহাট এলাকায় বিপরীতমুখী একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে শ্যালক ও দুলাভাই রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে এলাকার লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। কুমিল্লায় দুই ভাই নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা থেকে জানান, সড়ক দুর্ঘটনায় দুই সহোদর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৩ জন। মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দেবিদ্বার উপজেলার কুরছাপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। পরে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। দুর্ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে। জানা যায়, সকালে ঢাকা থেকে কুমিল্লা অভিমুখী একটি নোহা মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ওই মাইক্রোবাসে থাকা দুই যাত্রী নিহত হয়। নিহতরা হচ্ছেন- ফেনী জেলার পরশুরাম থানার পশ্চিম অলোকা গ্রামের মৃত তোফায়েল আহমেদের ছেলে সালেহ আহাম্মেদ (৭০) এবং আঃ মালেক (৬০)। যশোরে ব্যবসায়ী স্টাফ রিপোর্টার, যশোর অফিস থেকে জানান, গরুর গাড়ি উল্টে মজনু নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় অপর ব্যবসায়ী ইয়ানুর রহমান গুরুতর আহত হয়েছেন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মজনু (৪৩) শার্শা উপজেলার ডুপপাড়া গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে। আহত ইয়ানুর একই এলাকার কুটে বিশ্বাসের ছেলে। আহত ইয়ানুর রহমান জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে নসিমনে করে দুইটি গরু নিয়ে শার্শার সাতমাইল গরুর হাটে যাচ্ছিলেন। এসময় নসিমনটি জামতলা এলাকার জোহরা ফিলিং স্টেশনের সামনে পৌঁছুলে উল্টে যায়। তারা দুইজনে গাড়ির নিচে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার আহমেদ তারেক সামস মজনুকে মৃত ঘোষণা করেন। মাদারীপুরে বাসযাত্রী নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর থেকে জানান, কাঁঠালবাড়ী ফেরিঘাটে বাস চাপায় বাদশা মিয়া (৪০) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ৩নং ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা বাগেরহাট জেলার মংলা উপজেলার সালাম হাওলাদারের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাগেরহাট থেকে যাত্রীবাহী একটি বাসে পরিবারের লোকজনের সঙ্গে রাজধানী ঢাকায় যাচ্ছিল বাদশা মিয়া। কাঁঠালবাড়ী ফেরিঘাট এলাকায় বাসটি ফেরির জন্য অপেক্ষা করতে থাকে। এ সময় পানি কিনতে বাস থেকে নামে বাদশা। পরে ফেরিতে ওঠার সময় অসাবধানবশত বাসটি বাদশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চট্টগ্রামে যুবক স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস থেকে জানান, মহানগরীর দেওয়ানহাট এলাকায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে একযুবক নিহত হয়েছে। তার নাম রতন কুমার দেবনাথ (৩০)। আহত হয়েছে আরও একজন। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে দেওয়ানহাট ছাগলবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রতন কুমার ফেনীর চৌমুহনীর বালুছড়া এলাকার তরুণ কুমার দেবনাথের পুত্র বলে জানা গেছে। রতন মোটরসাইকেল চালাচ্ছিলেন। আর আহত জালাল ছিলেন তার পেছনে। পেছন দিক থেকে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে চালক ও আরোহী দু’জনই পড়ে গুরুতর জখম হন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা রতন কুমারকে মৃত ঘোষণা করেন। নোয়াখালীতে আহত ১২ নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী থেকে জানান, শহরের দত্তেরহাট এলাকায় সিএনজি ও ব্যাটারিচালিত দুই অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে একটি যাত্রীবাহী বাসকে অতিক্রম করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
×