ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দুদকের মামলায় তালতলী উপজেলা যুবলীগ নেতা জেলহাজতে

প্রকাশিত: ১২:০৩, ২১ আগস্ট ২০১৯

দুদকের মামলায় তালতলী উপজেলা যুবলীগ নেতা জেলহাজতে

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২০ আগস্ট ॥ কথায় কথায় মারধর করা তালতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও তালতলী উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মিন্টুকে কারাগারে পাঠিয়েছে আদালত। তালতলী শহরের পানি উন্নয়ন বোর্ডের এক একর জমি অবৈধভাবে দখলের অভিযোগে দুদকের দায়ের করা একটি মামলায় মঙ্গলবার বেলা ১১টায় বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। আদালতের বিচারক মোঃ আছাদুজ্জামান তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। জানা গেছে, উপজেলার ৪নং চরপাড়া মৌজার এলএ কেসের মাধ্যমে কিছু জমি অধিগ্রহণ করা হয়। ওই অধিগ্রহণকৃত জমির ২১০০/২১০১, ২০১৩নং দাগের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের এক একর অব্যবহৃত জমি অবৈধভাবে দখল করে তালতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও তালতলী উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মিন্টু। ক্ষমতার অপব্যবহার করে ওই জমিতে মেসার্স হাওলাদার স্ব-মিল স্থাপন করেন তিনি। এমন অভিযোগে দুর্নীতি দমন কমিশন পটুয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে গতবছরের ২১ জুন মনিরুজ্জামান মিন্টুর বিরুদ্ধে তালতলী থানায় মামলা দায়ের করেন। ওই মামলা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন তিনি। জামিনের মেয়াদ শেষ হলে মিন্টু মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক মোঃ আছাদুজ্জামান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
×