ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বৃক্ষরোপণ

প্রকাশিত: ১২:০৫, ২১ আগস্ট ২০১৯

বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ‘গাছ লাগাই পরিবেশ বাঁচাই’ স্লোাগানে মুন্সীগঞ্জ অভিযাত্রিক ব্ল্যাড ব্যাংক মঙ্গলবার সিরাজদিখান উপজেলার মালখানগর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ। মালখানগর কলেজ এবং স্কুলে পরে শতাধিক গাছ রোপণ করেছে সংগঠনটি। এছাড়া সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তায় বৃক্ষ রোপণ করে সংগঠনের সদস্যবৃন্দ। বৃক্ষরোপণ কর্মসূচীর এই আয়োজনে সংগঠনটির সভাপতি মুরাদ হাসান শাওনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ হাসান কায়েসের সঞ্চালনায় আরও অংশ নেন মালখানগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ সফিউদ্দিন হাওলাদার, উপাধ্যক্ষ হাবিবুর রহমান প্রমুখ। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২০ আগস্ট ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ পালনের অংশ হিসেবে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ তলায় এ কর্মসূচীর উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। এ সময় রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ নূরউদ্দিন আহমেদ, মানবিক অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, সহকারী অধ্যাপক তানিয়া ইসলাম, প্রভাষক ড. মোঃ বশির উদ্দিন, ইমদাদুল হক, মেডিক্যাল অফিসার ডাঃ অমিত সরকার, বঙ্গবন্ধু বিশ^বিদ্যালয় স্কুল এ্যান্ড কলেজের উপাধ্যক্ষ আলেয়া বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
×