ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ১২:০৬, ২১ আগস্ট ২০১৯

টুকরো খবর

৬শ’ গাছ সাবাড় নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ২০ আগস্ট ॥ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়ার পাহাড়ী এলাকার একটি বাগানের অন্তত ছয়শ’ আম, লিচু ও লেবুগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। পূর্ব শত্রুতার জের ধরে এলাকার খয়রাতি মিয়া ও তার ছেলে রহিম বাদশা রবিবার রাতে গাছগুলো কেটে ফেলেছেন বলে অভিযোগ করেছেন বাগানের মালিক। বাগান মালিকের ভাই সাবেক মেম্বার সিরাজদ্দৌলা বাবুল বলেন, দুই বছর আগে আমার ভাই আরব আমিরাত প্রবাসী মোঃ ইয়াছিন তার মালিকানাধীন ৪ একর আয়তনের টিলার ওপর ২ হাজারের অধিক আম, লিচু ও লেবু গাছ রোপণ করেন। রবিবার রাতের আঁধারে বাগানোর প্রায় দেড় একর জায়গার ওপর লাগানো ৬শ’ টি গাছ কেটে ফেলা হয়েছে। এর আগেও বাগানের একাংশের মালিকানা দাবি করে খয়রাতি ও তার ছেলে রহিম বাদশা একাধিকবার কিছু গাছ কেটে ফেলেন। তারাই রাতের অন্ধকারে পুনরায় গাছগুলো কেটেছে বলে আমাদের সন্দেহ। অভিযোগ অস্বীকার করে খয়রাতি মিয়া ও তার পুত্র রহিম বাদশা বলেন, আমাদের সঙ্গে সীমানা নিয়ে বিরোধ থাকলেও তাদের গাছ কে বা কারা কেটেছে সে বিষয়ে আমরা কিছুই জানি না। এটা আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। পায়রা সেতু নির্মাণ শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ২০ আগস্ট ॥ লেবুখালীতে নির্মাণাধীন পায়রা সেতুর শ্রমিক শহিদুল ইসলামের (৪০) মৃত্যু হয়েছেন। মঙ্গলবার সকালে পায়রা সেতুর নির্মাণ কাজে ব্যবহৃত এস্কেভেটরের নিচে চাপা পরে তিনি মারা যান। দুমকি থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, শহিদুল ইসলাম সদর উপজেলার বদরপুর এলাকার লোকমান হাওলাদারের পুত্র। বিদ্যুত সংযোগ দিতে গিয়ে লাইনম্যানের মৃত্যু স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর শহরের খোলাডাঙ্গার আয়েশা আবেদ ফাউন্ডেশনের সামনে থেকে ১১ হাজার ভোল্টেজের তার থেকে বিদ্যুত বিভাগের লাইনম্যান জালাল ফকিরের (৪১) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিস ও বিদ্যুত বিভাগের লোকজন লাশ উদ্ধার করে। জালাল ফকির যশোর বিদ্যুত বিভাগ ১ এর লাইনম্যান হিসেবে চাকরি করতেন। তিনি নেত্রকোনার হালিম ফকিরের ছেলে। শিবিরের ৮ নেতাকর্মী আটক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চারঘাটের গ্রামে সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনার লক্ষ্যে গোপন বৈঠক চলাকালে দুই নারীসহ জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বামনদিঘী এলাকার শিবির নেতা ইয়ামীন সরকারের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয়েছে সরকারবিরোধী লিফলেট, মোবাইল ফোন, শিবিরের সাথী ও কর্মী সহায়িকা এবং শিবিরের চাঁদা আদায়ের রসিদ বই। মঙ্গলবার বিকেলে রাজশাহী জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ এ তথ্য জানান। পুলিশ সুপার বলেন, গ্রেফতার শিবির নেতা ইয়ামীন সরকার চারঘাট এলাকার সংগঠকের দায়িত্বে আছেন। ইয়ামীন জামায়াত-শিবির নোতকর্মীদের একত্রিত করে সরকারকে বেকায়দায় ফেলতে ও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে বেশ কয়েকটি বৈঠক করে। শীতলক্ষ্যা তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁয়ের কাঁচপুরে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে তৃতীয় দফায় প্রথম দিনের মতো অভিযান পরিচালনা করেছে বিআইডাব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উচ্ছেদ অভিযানে ৩টি কারখানার গোডাউন, ১৩টি পাকা ভবন, গাইড ওয়ালসহ ৩৬টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযানটি পরিচালিত করা হয়। পার্কে মালিকসহ আটক ৪ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২০ আগস্ট ॥ সদর উপজেলার স্বপ্নজগৎ নামে নির্জন পার্কে মাদক সেবনের অভিযোগে পার্কের মালিকসহ চারজনকে আটক করেছে সদর থানা পুলিশ। সোমবার রাতে রুহিয়া-ঠাকুরগাঁও সড়কের পাশে আকচা ইউনিয়নে অবস্থিত স্বপ্নজগৎ পার্কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেনÑ পার্কের মালিক সারোয়ার হোসেন চৌধুরী, রুহিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মানিক, ঢোলারহাট বিএনপির সাধারণ সম্পাদক ইশারুল ও মনির হোসেন। অস্ত্র উদ্ধার ॥ যুবক আটক স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বেনাপোল বড়আঁচড়া গ্রাম থেকে তিনটি বিদেশী পিস্তল, ৬৬ রাউন্ড গুলি, তিনটি ম্যাগজিন ও ১ কেজি গানপাউডারসহ আছলাম হোসেন শিমুল (২৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার দুপুরে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক ও অস্ত্র-বিস্ফোরক উদ্ধার করা হয়। আটক শিমুল বড়আঁচড়া গ্রামের আলী হোসেন মধুর ছেলে। র‌্যাবের দাবি, তিনি অস্ত্র ব্যবসায়ী। যশোর র‌্যাব-৬ যশোর ক্যাম্পের এএসপি সমীর সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের বড়আঁচড়া গ্রামে অভিযান চালিয়ে শিমুল নামে এক যুবককে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির রান্নাঘরের চুলার ভেতর খুঁড়ে তিনটি বিদেশী পিস্তল ৬৬ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগজিন ও এক কেজি গানপাউডার উদ্ধার করা হয়। আসামি শিমুলের মা সুফিয়া বেগম বলেন, উদ্ধারকৃত অস্ত্র তার ছেলের নয়। তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। পাস-পারমিট প্রদানের দাবি স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ পশ্চিম সুন্দরবনের জেলে-বাওলীদের মাছ ও কাঁকড়া আহরণের পাস-পারমিট প্রদানের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনী, কদমতলা, কৈখালি ও কোবাদক ফরেস্ট স্টেশনের সামনে এক যোগে এই মানববন্ধনে কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বুড়িগোয়ালীনীর জেলে হানিফ গাজী, আবু হাসান, আব্দুস সাত্তার, গাবুরার জেলে রফিকুল গাজী, হামিদ গাজী প্রমুখ। বক্তারা বলেন, বন বিভাগ পশ্চিম সুন্দরবনে জুলাই-আগস্ট মাস পর্যন্ত জেলে বাওলীদের মাছ ও কাঁকড়া আহরণের পাস-পারমিট বন্ধ করে দেয়ায় জেলে পরিবারগুলোর মধ্যে এখন অভাব ও দুর্দশা নেমে এসেছে।
×