ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুযোগের অপেক্ষায় জহুরুল, ফরহাদ

প্রকাশিত: ১২:১৮, ২১ আগস্ট ২০১৯

সুযোগের অপেক্ষায় জহুরুল, ফরহাদ

স্পোর্টস রিপোর্টার ॥ তামিম ইকবাল নেই। তাই ওপেনিংয়ে যে কোন এক ওপেনারের খেলার সুযোগ তৈরি হতে পারে। সেই সুযোগ মিলতে পারে জহুরুল ইসলাম অমিরও। ঠিক তেমনি যদি শেষ পর্যন্ত মোহাম্মদ সাইফউদ্দিন চূড়ান্ত দলে না থাকেন তাহলে ফরহাদ রেজারও ভাগ্য খুলতে পারে। এই দুইজনই তাই সুযোগের অপেক্ষায় আছেন। আশায় আছেন, একাদশে সুযোগ পাওয়ার। আর সুযোগ পেলেই নিজেকে মেলেও ধরতে চান। কন্ডিশনিং ক্যাম্পের দ্বিতীয়দিন গেছে মঙ্গলবার। সামনে আর দুইদিন হাতে আছে। শুক্রবার পর্যন্ত চলবে কন্ডিশনিং ক্যাম্প। এরপর শুরু হবে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং অনুশীলন। ২০১৩ সালের পর ছয় বছর আগে থেকে জাতীয় দলের বাইরে চলে যাওয়া জহুরুল কন্ডিশনিং ক্যাম্পে ফিটনেসের দিক দিয়ে সবচেয়ে ভাল অবস্থানে আছেন। জহুরুল তাই দ্বিতীয়দিনের ক্যাম্প শেষে বলেছেন, ‘আমি প্রতিনিয়ত চেষ্টা করছি নিজের টেকনিক উন্নতি করার এবং ফিটনেস নিয়ে কাজ করার। বাকিটা নির্বাচকদের ওপর নির্ভর করছে। তাদের যদি মনে হয় আমাকে নেবেন তাহলে আমি আমার সর্বোচ্চ দেয়ার চেষ্টা করব।’ অবশ্য জহুরুল নিজেও হয়তো জানেন সুযোগ পাওয়া কঠিন হতে পারে। কারণ ওপেনিংয়ে খেলার জন্য যে সৌম্য সরকার, সাদমান ইসলাম, ইমরুল কায়েস এমনকি লিটন কুমার দাসও আছেন। সেখানে জহুরুলের সুযোগ মেলা মানে ভাগ্যবানই বলতে হবে। জহুরুলও বলেছেন, ‘তামিম অনেক বড় মানের খেলোয়াড়। ওর অভাব পূরণ করাটা কঠিন। স্টিল একটা সুযোগ। যারা বাকিরা আছে সাদমান, ইমরুল, আমি, সৌম্য সবার জন্য। টেস্ট ক্রিকেট ক্রিকেটের সবচেয়ে বড় ফরমেট। যদি এখানে পারফর্ম করা যায় তাহলে সব ফরমেটে পারফর্ম করা সহজ। আমি বলব যেহেতু তামিম নাই যারা সুযোগ পাবে তাদের জন্য বিরাট সুযোগ।’ আফগানিস্তানের বিরুদ্ধে ৫ সেপ্টেম্বর টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল। ১৬ মাস পর টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল। এতদিন টেস্ট খেলা হয়নি। তাই এ ফরমেটে এতদিন পর নিজেদের মেলে ধরাও কঠিন হবে। সাদমান সর্বশেষ টেস্টে খেলেছেন। ভালও করেছেন। সাদমানের সুযোগ মেলা সহজই। বাকিদের মধ্যে সৌম্য সর্বশেষ গত বছর মার্চে নিউজিল্যান্ডে হওয়া টেস্টে খেললেও নিজেকে মেলে ধরতে পারেননি। এমনকি ওয়ানডেতেও তার ধারাবাহিকতা নেই। লিটন সেই তুলনায় ভাল খেলেছেন। অভিজ্ঞ ইমরুল আছেন। রয়েছেন জহুরুলও। ফিটনেসকে গুরুত্ব দিলে শেষ পর্যন্ত জহুরুলের একটা সুযোগ মিলেও যেতে পারে। আর মিললেই নিজের সেরাটা দিতে চান জহুরুল। ফরহাদ রেজা ২০১৪ সালের পর জাতীয় দলের হয়ে খেলতে নামতে পারেননি। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দলে থাকলেও একাদশে থাকার সুযোগ মিলেনি। টেস্টে তার সুযোগ পাওয়া কঠিনই। তবে টেস্টের পর ত্রিদেশীয় টি২০ সিরিজ রয়েছে। সেই সিরিজে ফরহাদের থাকার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। মোহাম্মদ সাইফউদ্দিন খেলার মতো পুরোপুরি ফিট নন। সাইফউদ্দিনের স্থানে পেস অলরাউন্ডার হিসেবে ফরহাদের সুযোগ মিলে যেতে পারে। দলে সুযোগ মেলার পর যদি একাদশেও থাকেন তাহলে নিজেকে মেলে ধরতে চান। এ জন্য সুযোগ চান ফরহাদ। মঙ্গলবার ক্যাম্প শেষে তিনি বলেছেন, ‘এটা এমন একটা জায়গা যেখানে পারফর্ম করলে টিকে থাকবেন, না করলে থাকবেন না। তবে একটা ম্যাচ দেখে বিচার করাটা ঠিক না। পারফর্ম করেই কিন্তু জাতীয় দলে খেলেছি। আমার মনে হয় আরও সুযোগ দেয়া উচিত। সেটা আমাদের জন্যই ভাল।’ সেই সুযোগ কী জহুরুল, ফরহাদ পাবেন? পেলেই কী তারা নিজেদের মেলেও ধরতে পারবেন?
×