ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পোগবার পেনাল্টি মিসে জয়বঞ্চিত ম্যানচেস্টার ইউনাইটেড

প্রকাশিত: ১২:১৯, ২১ আগস্ট ২০১৯

পোগবার পেনাল্টি মিসে জয়বঞ্চিত ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস রিপোর্টার ॥ পল পোগবার হেয়ালিপনার খেসারত দিতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার রাতে ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের সঙ্গে ১-১ গোলে ড্র করে ফিরেছে রেড ডেভিলসরা। মলিনেয়াক্সে অনুষ্ঠিত ম্যাচটি ম্যানইউ জিততে পারতো, কিন্তু পোগবা পেনাল্টি থেকে গোল করতে না পারায় দুই পয়েন্ট নষ্ট করতে হয়েছে ইপিএলের ইতিহাসে সর্বাধিক চ্যাম্পিয়নদের। কোন সময়ই পোগবাকে খুব একটা সিরিয়াস দেখা যায় না। প্রকৃতি প্রদত্ত প্রতিভার গুণেই তিনি মাঝে মধ্যে অসামান্য পারফর্মেন্স প্রদর্শন করেন। আবার মাঝে মধ্যে এমনভাবে ব্যর্থ হন যেটা কল্পনাকেও হার মানায়। এই ম্যাচেও পেনাল্টি শট নেয়ার আগে তাকে খুব একটা সিরিয়াস দেখা যায়নি। অনেকটা হেয়ালি ভঙ্গিতে শট নেয়ার কারণে গোল করতে ব্যর্থ হন ফরাসী মিডফিল্ডার। যার মাসুল দিতে হয়েছে ম্যানইউকে। চলতি লীগে এ্যান্থনিও মার্শিয়ালের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় ম্যানইউ। আর বিরতির পর রুবেন নেভেসের দৃষ্টিনন্দন গোলে সমতায় ফেরে স্বাগতিক ওলভারহ্যাম্পটন। এরপর পোগবার পেনাল্টি শট রুখে দেন স্বাগতিক গোলরক্ষক প্যাট্রিসিও। দীর্ঘদিন সাফল্যহীন থাকায় এবার তরুণদের দিয়ে শ্রেষ্ঠত্ব ফিরিয়ে আনার চেষ্টা করছে ম্যানইউ। এ লক্ষ্যে ২০১৬-১৭ মৌসুমের পর রেড ডেভিলস কোচ ওলে গানার সোলসজায়ের স্কোয়াড সাজান তরুণদের নিয়ে। যাদের গড় বয়স ২৪ বছর ১৭৩ দিন। দলবদলের শেষ সময় সোয়ানসি সিটি থেকে যোগ দেয়ার পর এই ম্যাচেই ম্যানইউ’র হয়ে মূল একাদশে মাঠে নামেন ড্যানিয়েল হামেস। এর আগে চেলসির বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে নতুন ক্লাবে প্রথম গোলের দেখা পান তিনি। স্কোয়াডে ছিলেন না চিলিয়ান ফরোয়ার্ড এ্যালেক্সি সানচেজ। তিনি ইন্টার মিলানে যোগ দেয়ার চেষ্টা করছেন। ম্যানইউ কোচ নতুন আসা হামেসকে ‘এক্স ফ্যাক্টর’ হিসেবে বর্ণনা করেছেন। স্বাগতিকে ডিফে-ারদের অসতর্কতার সুযোগে ম্যাচের ২৭ মিনিটে মার্শিয়ালের গোলে এগিয়ে যায় ম্যানইউ। বাঁপ্রান্ত দিয়ে প্রতিপক্ষের রক্ষণব্যুহ ভেদ করে লুক শ’ বল দেন জেসে লিনগার্ডকে। এরপর তিনি পাস দেন রাশফোর্ডকে। নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন ফরাসী স্ট্রাইকার। এটি ছিল ম্যানইউ’র হয়ে মার্শিয়ালের ৫০তম গোল। ২০১৫ সালে মোনাকো ছেড়ে ইউনাইটেডে যোগ দিয়েছেন তিনি। বিরতির ঠিক আগে অবশ্য সহজ সুযোগ নষ্ট করে ম্যানইউকে গোলবঞ্চিত করেন মার্শিয়াল। বিরতির পর গোল পরিশোধে মরিয়া ওলভারহ্যাম্পটন সফরকারী শিবিরের ওপর চাপ বাড়ায়। এর সুফল আসে ৫৫ মিনিটে। কর্নার থেকে দারুণ বাঁকানো শটে প্রথমবার বার ঘেঁষে বল জালে পাঠিয়ে দেন স্বাগতিক স্ট্রাইকার নেভেস (১-১)। তবে নেভেস এ সময় অফসাইডে ছিলেন কিনা সেটি পর্যবেক্ষণ করে ভিএআর প্রযুক্তি। কিন্তু গোলটি বৈধতা পায়। এর পরপরই আরেকবার এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় ম্যানইউ। ওলভারহ্যাম্পটনের ডি বক্সে ডিফেন্ডার কনর কোয়াডি পোগবাকে ফেলে দিলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। এ সময় পেনাল্টি কিক কে করবেন সেটি নিয়ে পরস্পরের সঙ্গে আলোচনা করেন পোগবা ও রাশফোর্ড। শেষ পর্যন্ত ফরাসী মিডফিল্ডার পোগবাই এগিয়ে যান শট নিতে। তার শট বল ফিরিয়ে দিয়ে দলকে হার থেকে রক্ষা করন স্বাগতিক গোলরক্ষক প্যাট্রিসিও। অথচ গত সপ্তাহে চেলসির বিরুদ্ধে এবারের মৌসুমের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে স্পট কিক থেকে গোল করেছিলেন রাশফোর্ড। ওই ম্যাচে চেলসিকে ৪-০ গোলে হারায় রেড ডেভিলসরা। চ্যাম্পিয়ন্স লীগেও প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) বিরুদ্ধে স্মরণীয় ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছিলেন তিনি। যে কারণে পোগবার পেনাল্টি শট নেয়ার সিদ্ধান্তটি ভুল ছিল বলে মনে করেন অনেকে। গত প্রিমিয়ার লীগের শুরু থেকে এ পর্যন্ত চারবার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন বিশ্বকাপ জয়ী পোগবা। ম্যাচ শেষে মূল্যবান দুই পয়েন্ট হারানো নিয়ে ম্যানইউ কোচ ওলে গানার সোলসজায়ের আক্ষেপ প্রকাশ করেন।
×