ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তাহলে ধারে বার্সায় ফিরছেন নেইমার!

প্রকাশিত: ১২:২০, ২১ আগস্ট ২০১৯

তাহলে ধারে বার্সায় ফিরছেন নেইমার!

স্পোর্টস রিপোর্টার ॥ নেইমারকে নিয়ে এতটাই জল ঘোলা হয়ে চলেছে তাতে ব্রাজিলিয়ান তারকার ওপর মহাবিরক্ত অনেকে। বিশেষ করে পিএসজি সমর্থকরা আর সহ্য করতে পারছেন না সেলেসাও তারকাকে। তারা ইতোমধ্যে ‘নেইমার হটাও’ ব্যানার নিয়ে গ্যালারিতে আসতে শুরু করেছেন। এরই মধ্যে নেইমারের দ্বিতীয় দফায় বার্সিলোনায় ফেরা নিয়ে নতুন খবর রটেছে। এবার শোনা যাচ্ছে, আপাতত ধারে প্যারিস থেকে ন্যুক্যাম্পে ফিরছেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার। নেইমারকে ফিরে পেতে ইতোমধ্যে প্যারিসে দফায় দফায় বৈঠক হয়েছে দু’পক্ষের। কিন্তু পিএসজি কিছুতেই তাদের পছন্দমতো অর্থ ছাড়া ছাড়তে নারাজ নেইমারকে। কিন্তু উয়েফার দলবদলের নিয়ম মানতে গেলে পিএসজির চাওয়া পূরণ করা সম্ভব নয় কাতালানদের। সেক্ষেত্রে উয়েফার নিষেধাজ্ঞার খড়গ নেমে আসতে পারে। এমন পরিস্থিতিতে ধারে নেইমারকে দলে ভেড়ানোর চেষ্টা করছে স্প্যানিশ পরাশক্তিরা। নেইমারকে ছাড়তে শুরুতে ২৫০ মিলিয়ন ইউরো দাবি করেছিল পিএসজি। তবে এখন কিছুটা কমে ২২২ মিলিয়ন ইউরো আশা করছে লীগ ওয়ানের চ্যাম্পিয়নরা। এর কমে কিছুতেই ছাড়তে রাজি নয় তারা। ২০১৭ সালে দলবদলের বিশ্বরেকর্ড গড়ে নেইমারের পিএসজিতে পাড়ি দেয়ার মাত্র দুই বছর পর তাকে ফিরে পেতে একের পর এক অফার দিয়ে যাচ্ছে বার্সা। নেইমারের বিনিময়ে ফিলিপ কুটিনহোকে পিএসজির হাতে তুলে দেয়ার অফার শেষ হয়েছে আগেই। সবাইকে অবাক করে দিয়ে ধারে জার্মান চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখে গেছেন ব্রাজিলের এ্যাটাকিং মিডফিল্ডার। এর ফলে নেইমারের আকাশছোঁয়া মূল্য পরিশোধের সবচেয়ে সহজ উপায় বার্সার হাতে নেই। সময় ফুরিয়ে যাচ্ছে দ্রুতই। আগামী ২ সেপ্টেম্বর শেষ হয়ে যাবে দলবদলের সময়সীমা। এ কারণে তড়িঘড়ি করে এক মৌসুমের জন্য নেইমারকে ধারে আনার প্রস্তাব দিয়েছে বার্সা। সেই সঙ্গে থাকছে স্থায়ীভাবে কিনে নেয়ার প্রস্তাবও। কিন্তু এতেও হয়তো কাজ হচ্ছে না। কেননা ২২২ মিলিয়ন ইউরোর কমে কিছুতেই নেইমারকে ছাড়তে রাজি নয় পিএসজি। এমনই জানা গেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। জানা গেছে, নেইমারকে ধারে আনতে পিএসজির কাছে লিখিত প্রস্তাব দিয়েছিল বার্সিলোনা। এ বিষয়ে বার্সার হেডকোয়ার্টারে মিটিংয়েও বসেছিল দুই ক্লাবের প্রতিনিধিদল। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বার্সা প্রেসিডেন্ট জোশে মারিয়া বার্টামেউ, স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদাল ও নেইমারদের পারিবারিক বন্ধু আন্দ্রে কারি। তবে এই উটকো ঝামেলা থেকে মুক্তি চায় পিএসজিও। কিন্তু যে মূল্যে বার্সার কাছ থেকে কেনা হয়েছিল ঠিক সমান অর্থই দাবি করেছে ক্লাবটি। এমনকি বার্সা যদি এক মৌসুম শেষ নেইমারকে সমান মূল্য দিয়েও কিনতে চায় তবুও তারা রাজি নয়।
×