ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রংপুর রাইডার্সে এক সঙ্গে খেলবেন সাকিব-মাশরাফি!

প্রকাশিত: ১২:২১, ২১ আগস্ট ২০১৯

রংপুর রাইডার্সে এক সঙ্গে খেলবেন সাকিব-মাশরাফি!

স্পোর্টস রিপোর্টার ॥ একাধারে সাত আটজন আইকন ক্রিকেটার খুঁজে পাওয়া সত্যিই কঠিন। আর তাই এবার সবকিছু নতুন করে শুরু করতে চায় বিপিএল গবর্নিং কাউন্সিল। সেখানে আইকন ক্রিকেটার না রেখে নিলামের (প্লেয়ার্স ড্রাফট) ক্রিকেটার দলে ভেড়ানোর পথে হাঁটতে চায় গবর্নিং কাউন্সিল। কিন্তু মঙ্গলবার আলোচনায় রংপুর রাইডার্স কর্মকর্তারা স্থানীয় ক্রিকেটার একজন সরাসরি চুক্তি করার নিয়ম থাকার অনুরোধ জানিয়েছে। তা যদি গবর্নিং কাউন্সিল রাখে তাহলে সাকিব আল হাসানের সঙ্গে যে চুক্তি হয়েছে রংপুরেই খেলবেন সাকিব। আর যেহেতু আইকন থাকছে না, তাই মাশরাফি বিন মর্তুজাকেও দলে ভেড়ানোর সুযোগ থাকছে। এমনও হতে পারে শেষ পর্যন্ত রংপুরে এক সঙ্গে সাকিব ও মাশরাফি খেলবেন। এখন সবকিছুই বিপিএল গবর্নিং কাউন্সিলের ওপরই নির্ভর করছে। বিপিএলে খেলা বা খেলতে আগ্রহী দলগুলোর সঙ্গে আলোচনা চলছে বিপিএল গবর্নিং কাউন্সিলের। সেই আলোচনা থেকে বের হয়ে মঙ্গলবার রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক বলেছেন বিস্তারিত। তিনি জানিয়েছেন, ‘মাশরাফি তো আমাদের ঘরের ছেলে। আমাদের চিন্তা ছিল সে যদি অবসর নেয় তাহলে সে আইকন থাকবে না। তাহলে আমাদের রিটেনশনের মধ্যে মাশরাফিও পড়ে যায়, সেক্ষেত্রে সাকিব-মাশরাফি দু’জনই রংপুরে খেলবে। মাশরাফি কিন্তু গতবার থেকে আইকন থাকতে চাচ্ছিল না, কারণ সে কিন্তু টি২০তে নেই। তাই এথিক্যালি বা লজিক্যালি মাশরাফিকে আইকন রাখা যায় না। আইকন নতুন হওয়া উচিত, এমন কেউ যে প্রমিসিং। যদিও আমাদের বোর্ড বলছে বা আমরা নিজেরাও জানি আমাদের দেশে সাতজন প্রোপার আইকন খুঁজে বের করা মুশকিল। সেই হিসেবে মাশরাফিরও ইচ্ছা নেই আইকন থাকার। আমরাও সেটা শুনেছি এ বছর। এখন যদি সে ওয়ানডে থেকে অবসর নেয় আইকন থাকার কথা না তো। আমাদের পরিকল্পনায় কিন্তু মাশরাফি রিটেনশনের মধ্যে পড়েছিল, এখন বোর্ড যদি নতুন নিয়ম এনে দেয় আমাদের কিছু করার নেই। যদি কোন আইকন না থাকে অবশ্যই আমরা মাশরাফিকে রেখে দিব।’ রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী বিপিএল গবর্নিং কাউন্সিলের সঙ্গে আলোচনার আরও বিস্তারিত জানাতে গিয়ে বলেন, ‘আমাদের পরামর্শ ছিল যে একটা দল দুই বছর ধরে খেলে আসছে, পরবর্তী চার বছর খেলার জন্য একটা কোর দরকার। খেলোয়াড়দের রিটেইনশনের কিছু বিষয় আছে, সেগুলো চেয়েছি আমরা। কিছু ফ্রেশ সাইনিং ছিল গত বছরের নিয়ম অনুসারে, সেগুলো বোর্ড দিতে চাচ্ছে। আর এখন থেকে আইকন ক্রিকেটারের কোন নিয়ম থাকবে না, যেটা থাকছে সেটা একজন স্থানীয় ক্রিকেটার সরাসরি চুক্তি, সেটা আমরা ম্যান্ডেটরি চেয়েছি বোর্ডের কাছে।’ সঙ্গে যোগ করেন, ‘বোর্ড থেকে বলা হয়েছে তারা ২-৩ জন বিদেশী ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করা যাবে। সেক্ষেত্রে আমরা একজন স্থানীয় ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করার জন্য প্রস্তাব দিয়েছি। তারা বলেছে যে প্রস্তাব দেন, আমরা আলাপ করে দেখছি। সাকিব ইস্যু নিয়েও বলেন প্রধান নির্বাহী, ‘সেটা আপনি বা আমি নিশ্চিত করে কিছু বলব না। আমরা আমাদের প্রস্তাব অবশ্যই রাখব। এখন বাকিটা বোর্ডের সিদ্ধান্ত। আমি সাকিবের নাম উল্লেখ করে কিছু বলিনি। যেহেতু বোর্ড বলেছে যে তারা দু’জন বা তিনজন বিদেশীর সঙ্গে চুক্তি করার সুযোগ দিবে। যদি বিদেশীদের সরাসরি চুক্তি করার সুযোগ দেয়া হলে, কেন একজন দেশী ক্রিকেটার সরাসরি নয়। আমি এই কথাই বলেছি। যেহেতু রংপুর রাইডার্স সাকিবের সঙ্গে চুক্তি করেছে তাই সাকিবের দিকেই ছুটবে।’
×