ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রশীদ খানের নেতৃত্বে আসছে আফগানিস্তান

প্রকাশিত: ১২:২২, ২১ আগস্ট ২০১৯

রশীদ খানের নেতৃত্বে আসছে আফগানিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ আফগানিস্তান। এশিয়ান ক্রিকেটের উদীয়মান শক্তি। কিন্তু বিশ্বকাপে নয় ম্যাচের সবকটিতে হারা দলটির সময়টা ভাল যাচ্ছে না। গুলবদিন নাইবকে সরিয়ে তিন ফরমেটেই অধিনায়ক করা হয়েছে রশীদ খানকে। তার নেতৃত্বেই এক টেস্ট এবং ত্রিদেশীয় টি২০ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান। ব্যর্থতার পর রশীদ বলেছিলেন, বিশ্বকাপ আসলে সহজ নয়, এমন টুর্নামেন্টের জন্য তার দল কতটা প্রস্তুত সেই প্রশ্নও তুলেছিলেন সেনসেশনাল এই লেগস্পিনার। তবে কেবল রঙিন পোশাকেই নয়, এবার টেস্ট দলেও ব্যাপক পরিবর্তন এনেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ১৫ সদস্যের এই স্কোয়াডে নেই আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানদের সর্বশেষ টেস্টের দলে থাকা ছয় ক্রিকেটার। ৫-৯ সেপ্টেম্বর চট্টগ্রামে বাংলাদেশের সঙ্গে একমাত্র টেস্ট ম্যাচটি খেলবে রশীদ খানের দল। তার আগে ৩০ আগস্ট ঢাকায় এসে পৌঁছানোর কথা আফগানদের। ১-২ সেপ্টেম্বর দু’দিনের প্রস্তুতি ম্যাচ। ১১-২৪ সেপ্টেম্বর ত্রিদেশীয় টি২০ সিরিজের অপর দল জিম্বাবুইয়ে। ত্রিদেশীয় টি২০ সিরিজের জন্য ১৭ সদস্যের দল দিয়েছে আফগান বোর্ড। বিশ্বকাপের পর অধিনায়ক মনোনীত হওয়া বিস্ময় লেগস্পিনার রশীদ খান এই বাংলাদেশ সফর দিয়েই স্থায়ীভাবে নিজের দায়িত্ব পালন শুরু করবেন। টেস্ট দল থেকে বাদ পড়েছেন সম্প্রতি বোর্ড থেকে এক বছরের নিষেধাজ্ঞা পাওয়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। জায়গা মেলেনি তারকা স্পিনার মুজিব-উর রহমানেরও। তবে সাদা পোশাকে ফিরেছেন অভিজ্ঞ বাঁহাতি পেসার শাপুর জাদরান। তার পাশাপাশি জায়গা করে নিয়েছেন বাঁহাতি স্পিনার জহির খান, পেসার সৈয়দ শিরজাদ, উইকেটরক্ষক-ব্যাটসম্যান আফসার জাজাই এবং আফগাস্তিানের জার্সিতে আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা কাইস আহমেদ ও ইবরাহিম জাদরান। বিশ্বকাপে আফগানদের নেতৃত্ব দেয়া গুলবাদিন টেস্ট স্কোয়াডে না থাকলেও আছেন টি২০ দলে। সেখানে আছেন মুজিবও। দুই ফরমেটের স্কোয়াডে আছেন কেবল তিনজন। তারা হলেন- অধিনায়ক রশীদ, আসগর আফগান ও মোহাম্মদ নবি। মোহাম্মদ শাহজাদের বদলি খুঁজতে গিয়ে দুই ফরমেটের জন্য ভিন্ন দু’জনকে নিয়েছে এসিবির নির্বাচক কমিটি। সাদা পোশাকে উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়াবেন বিশ্বকাপ খেলা উইকেটরক্ষক ইকরাম আলী খিল। অন্যদিকে টি২০ সিরিজে এ দায়িত্বটি থাকবে রহমানউল্লাহ গুরবাজের কাঁধে। উল্লেখ্য, স্ট্যাটাস পাওয়ার পর আফগানিস্তান এ পর্যন্ত ভারত এবং আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলে। দুটিতেই নেতৃত্ব দেন আসগার আফগান, যিনি ঘোষিত দলে সাধারণ সদস্য হিসেবে খেলবেন। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে সাদা পোশাকে অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে ২০ বছর বয়সী রশীদ খানের। যিনি ভারপ্রাপ্ত হিসেবে আগেই ওয়ানডে এবং টি২০তে নেতৃত্ব দিয়েছেন। মাত্র চার বছরের ক্যারিয়ারে ৬৮ ওয়ানডেতের ১৩১ এবং ৩৮ টি২০তে ৭৫ উইকেট নেয়া রশীদের বোলিং নিয়ে প্রশ্ন নেই। কিন্তু মঙ্গলবারই একুশে পা দেয়া তরুণ তারকার জন্য তিন ফরমেটে নেতৃত্বের চাপ সামলাতে এবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। বিশ্বজুড়ে টি২০ খেলার সুবাদে বড় তারকায় পরিণত হওয়া লেগস্পিনার নতুন দায়িত্বে কেমন করেন সেটি দেখার অপেক্ষা। আফগানিস্তান টেস্ট দল ॥ রশীদ খান (অধিনায়ক), আসগর আফগান, মোহাম্মদ নবী, ইহসানউল্লাহ জানাত, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, ইকরাম আলী খিল (উইকেটরক্ষক), জহির খান, জাভেদ আহমাদি, আহমাদ শিরজাদ, ইয়ামিন আহমাদজাই, আফসার জাজাই (উইকেটরক্ষক), শাপুর জাদরান এবং কাইস আহমেদ। আফগানিস্তান টি২০ দল ॥ রশীদ খান (অধিনায়ক), আসগর আফগান, মোহাম্মদ নবী, হযরতউল্লাহ জাজাই, নাজিব তারাকাই, মুজিব উর রহমান, শরাফুদ্দিন আশরাফ, নাজিবউল্লাহ জাদরান, শহিদউল্লাহ কামাল, করিম জানাত, গুলবাদিন নাইব, ফরিদ আহমেদ মালিক, শফিকউল্লাহ শাফাক, ফাজাল নিয়াজাই, দাওলাত জাদরান, নাভিন-উল হক এবং রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক)।
×