ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুসকাস এ্যাওয়ার্ডের দৌড়ে মেসি, নেই রোনাল্ডো

প্রকাশিত: ১২:২৩, ২১ আগস্ট ২০১৯

পুসকাস এ্যাওয়ার্ডের দৌড়ে মেসি, নেই রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ প্রতি বছর সেরা গোলের পুরস্কার দিয়ে থাকে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। পুরস্কারটির নাম ‘পুসকাস এ্যাওয়ার্ড’। এবারও সেরা গোল বেছে নিতে সংক্ষিপ্ত ১০ জনের তালিকা প্রকাশ করেছে ফিফা। সোমবার রাতে ঘোষিত তালিকায় তারকা পুুরুষ ফুটবলার হিসেবে জায়গা পেয়েছেন শুধু লিওনেল মেসি ও জ¬াতান ইব্রাহিমোভিচ। জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। সংক্ষিপ্ত ১০ জনের মধ্য থেকে বেছে নেয়া হবে সেরা গোলদাতাকে। সারাবিশ্বের সব লীগ মিলিয়ে বাছাই করা হয় সেরা গোলের তালিকা। সেরা গোল নির্বাচন করা হয় সমর্থকদের ভোটে। সমর্থকরা ভোট দিতে পারবেন আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ২৩ সেপ্টেম্বর ফিফা বর্ষসেরা পুরস্কার প্রদানের দিন ঘোষণা করা হবে বিজয়ীর নাম। গত মার্চে লা লিগায় রিয়াল বেটিসের বিরুদ্ধে ৪-১ গোলে জেতা ম্যাচে দুর্দান্ত একটি গোল করেছিলেন মেসি। ওই গোলটির কারণে মনোনয়ন পেয়েছেন বার্সিলোনার আর্জেন্টাইন তারকা। বেটিসের মাঠ বেনিটো ভিয়ামারিনে ম্যাচের ৮৪ মিনিটে অবিশ্বাস্য এক চিপে স্বাগতিক দলের গোলরক্ষক লোপেজের মাথার ওপর দিয়ে জালে বল পাঠিয়ে দেন মেসি। বক্সের ঠিক সামনে থেকে করা এই গোলটি এতটাই দুর্দান্ত ছিল যে স্বাগতিক বেটিসের সমর্থকরাও হাততালি দিয়ে বার্সা অধিনায়ককে অভিনন্দন জানাতে বাধ্য হয়। এখন পর্যন্ত বর্ষসেরা গোলের পুরস্কার জেতার স্বাদ না পেলেও একটি রেকর্ড ঠিকই গড়েছেন মেসি। এই নিয়ে সপ্তমবারের মতো মনোনীত হয়েছে তার গোল যা অন্য যে কারও চেয়ে বেশি। ২০১০ সালে ভ্যালেন্সিয়ার বিপক্ষে অসাধারণ এক গোল করে প্রথমবারের মতো পান মনোনয়ন। এরপর ২০১১, ২০১২, ২০১৫, ২০১৬ ও ২০১৮ সালেও তার গোল মনোনীত হয় সেরার তালিকায়। কিন্তু কোনবারই সেরা হতে পারেননি। এবার এখন পর্যন্ত মেসির সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল। কারণ কিছুদিন আগে তার গোল জিতেছে উয়েফা বর্ষসেরার খেতাব। তবে এবার মেসিকে জোর লড়াই করতে হবে ইব্রাহিমোভিচের সঙ্গে। কারণ এলএ গ্যালাক্সির হয়ে টরন্টো এফসির বিপক্ষে ভলি থেকে দুর্দান্ত এক গোল করেছিলেন সাবেক সুইডিস সুপারস্টার। ২০১৩ সালে একবার ‘পুসকাস এ্যাওয়ার্ড’ জেতার স্বাদ পেয়েছেন তিনি।
×